বাংলা ভাষা সমৃদ্ধিতে গুগলের কাজ শুরু

Author Topic: বাংলা ভাষা সমৃদ্ধিতে গুগলের কাজ শুরু  (Read 722 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
ভার্চুয়াল দুনিয়াতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গুরুত্বের সাথে কাজ শুরু করেছে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। ইতোমধ্যে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে গুগল ডেভলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা) উদ্যোগে ‘গুগল ট্রান্সলেশন এ-থন’ নিয়ে কাজ শুরু করার ঘোষণা দিয়েছে। এ আয়োজনে সহযোগিতা করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), এসো.কম এবং হাইফাইপাবলিক.কম।

মঙ্গলবার এ বিষয়ে জিডিজি বাংলার সঙ্গে বিডিওএসএন, এসো.কম এবং হাইফাইপাবলিক.কমের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে এসো.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জিডিজি বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট রাহিতুল ইসলাম রুয়েল, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ এবং হাই-ফাই পাবলিকের প্রধান কারিগরি কর্মকর্তা শাফকাত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগলের ইঞ্জিনিয়ারিং কান্ট্রি কনসালটেন্ট খান মো. আনোয়ারুস সালাম, জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ চৌধুরী, হাইফাই পাবলিকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কুতুব উদ্দিন কামাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েলসহ অনেকে। সমঝোতা চুক্তিতে প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটে বাংলাকে সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে।

এ সম্পর্কে জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ মোর্শেদ জানান, গুগল সার্চ ইঞ্জিনে বাংলা ভাষার অবস্থা যাচ্ছেতাই। কিন্তু ইন্টারনেটে ইংরেজিসহ অন্যান্য ভাষা অনেক পরিশীলিত। তাই বাংলাকে সমৃদ্ধ করতে দেশের তরুণদেরই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জিডিজি বিশ্বের বিভিন্ন দেশের ভাষাকে গুগলে অন্তর্ভুক্ত করতে কাজ করে। তারই অংশ হিসেবে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

এদিকে সদ্য সমাপ্ত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর ‘গুগল ইন বাংলাদেশ: হাউ টু কমিউনিটি ইমপ্রোভস দ্য ওয়েব এক্সপেরিয়েন্স শীর্ষক এক সেমিনারে গুগল স্পিচের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাভি রাজকুমার বলেন, বাংলাদেশে জনগণের ভাষাপ্রেমে আমরা মুগ্ধ। কিন্ত ভাষা প্রেমকে আবারো প্রমাণ করার জন্য গুগলে বাংলা কনটেন্টকে সমৃদ্ধ করতে হবে।

বিশ্বের প্রায় ২৫ শতাংশ ভাষার কোন বর্ণমালা না থাকায় গুগল স্পিচ সার্ভিস চালু করেছে বলে জানান রাভি। ওয়েবে বাংলাকে আরো সমৃদ্ধ করতে সকল বাংলাদেশিকে গুগল বাংলা ব্যবহার করার পরামর্শ দেন লিন হা। কনটেন্ট বৃদ্ধির কাজ যে কেউ করতে পারে, তবে এটি করতে গিয়ে যেন ভুল না হয় সে দিকে সতর্ক হতে বলেন তিনি।

তিনি জানান, ভারত থেকে একটি গ্রুপ বাংলাকে গুগলে অর্ন্তভুক্ত করছে কিন্তু তাদের বাংলার সাথে আমাদের বাংলার পার্থক্য থাকায় এরকম ভুল হচ্ছে। এটি সমাধানে গুগল কি করছে এমন প্রশ্নের জবাবে লিন বলেন, গুগল ডেভেলপার গ্রুপ এখানে কাজ শুরু করেছে। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বহুসংখ্যক মানুষ গুগলকে আরও ব্যবহার উপযোগি করতে গুগল কমিউনিটিতে কাজ করবে। যেহেতু গুগলের পক্ষে কনটেন্ট তৈরি করা সম্ভব নয়, তাই এখানকার তরুণদেরকেই বাংলা সমৃদ্ধ করণে এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, পৃথিবীর ১০৬টি দেশে ৫৯৬টি জিডিজি কাজ করছে। এর সবগুলোই এলাকা ভিত্তীক। ডিজিডি বাংলা হলো ভাষা ভিত্তীক প্রথম জিডিডি। জিডিজি বাংলায় দুজন ব্যবস্থাপক নিয়োগ পেয়েছেন; জাবেদ সুলতান পিয়াস ও জাবেদ মোর্শেদ। যারা জিডিজি বাংলার (http://goo.gl/WuXLKp) সঙ্গে যুক্ত হতে চান তাদের সাদর আমন্ত্রন। সবার সহযোগিতায় আমরা প্রাথমিক কার্যক্রম হিসেবে গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করে তুলতে পারবো।
Sahadat