এবার তোলা যাবে থ্রিডি সেলফি

Author Topic: এবার তোলা যাবে থ্রিডি সেলফি  (Read 1220 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
থ্রিডি সেলফি তোলা যাবে,এমন একটি ক্যামেরা তৈরি করেছে ডুসেলডর্ফ ভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ডুব থ্রিডি নামক এই প্রতিষ্ঠানের তৈরি থ্রিডি সেলফি ক্যামেরায় থাকছে অত্যাধুনিক নানা ফিচার।

এই ক্যামেরায় থাকছে ৫৪ টি ডিএসএলআর, ৫৪ টি লেন্স, ৩ ডি মডেল, একটা ৩ ডি প্রিন্টার আর একটা ঘরের আকারের বড় স্ক্যানিং বুথ। বিশেষ এই ক্যামেরা সম্বলিত দোকান রয়েছে ডুসেলডর্ফে, টোকিওতে, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে এবং নিউ ইয়র্কে।

এই থ্রিডি সেলফি শপে ঢুকে আপনি পোজ দেবেন, আর সবকটি ক্যামেরা পুরো শরীর মেপে নেবে। এই ক্যামেরাগুলি তৈরি করবে থ্রি ডি মডেল। সেটি প্রিন্ট করা হয়ে থ্রিডি প্রিন্টারে। সবথেকে ছোট আকারের থ্রিডি ছবি বানাতে সময় লাগবে কয়েক ঘণ্টা। আর এর জন্য আপনাকে গুনতে হবে ৯৫ ডলার। আর আপনি যদি একটি স্ট্যাচু আকারের সেলফি তুলতে চান, তাহলে খরচ পড়বে ৭৫,০০০ ডলার। মাদাম তুসো যাদুঘরের মোমের মূর্তির মতোই দেখাবে এই সেলফি।
Sahadat