অ্যাপল ওয়াচ বদলে যাবে গাড়ীর চাবি'তে

Author Topic: অ্যাপল ওয়াচ বদলে যাবে গাড়ীর চাবি'তে  (Read 1382 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
অ্যাপল ওয়াচ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কি থাকছে এর ফিচারে তা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের সিইও টিম কুক জানান, অ্যাপেল স্মার্টওয়াচ গাড়ির চাবির কাজ করতে সক্ষম হবে।

এই ফিচার অনুযায়ী, যতক্ষণ স্মার্টওয়াচটিতে চার্জ থাকবে ততক্ষণ এই ঘড়িকে চাবি হিসাবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারী। তবে কীভাবে এই স্মার্টওয়াচটি চাবির কাজ করবে তা অবশ্য গোপন রেখেছেন অ্যাপলের সিইও। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে অ্যাপল তাদের স্মার্টওয়াচটি বাজারে আনছে। পাশাপাশি ৯ মার্চ অ্যাপেলের তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, এই দিনই অ্যাপলের স্মার্চওয়াচটি সকলের সামনে আনা হতে পারে। তবে স্মার্টওয়াচটির দাম কত হবে তা অবশ্য অ্যাপলের তরফ থেকে জানানো হয়নি।
Sahadat