মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করবে লংকাবাংলা

Author Topic: মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করবে লংকাবাংলা  (Read 745 times)

Offline subartoeee

  • Full Member
  • ***
  • Posts: 133
  • Test
    • View Profile
লংকাবাংলার দৈনন্দিন কাজকর্মে আরও গতিশীলতা আনতে প্রতিষ্ঠানটি যুক্ত হয়েছে মাইক্রোসফট সিলেক্ট প্লাসের সঙ্গে। এ জন্য লংকাবাংলা চুক্তি করেছে টেকওয়ান গ্লোবালের সঙ্গে। এ চুক্তির ফলে লংকাবাংলা মাইক্রোসফটের এনাডক, মাইক্রোসফট এক্সচেঞ্জ, লিংক, অ্যাকটিভ ডিরেক্টরি, রাইটস ম্যানেজমেন্ট সার্ভিসেস, শেয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহার করবে। এ ছাড়া টেকওয়ান গ্লোবাল প্রশিক্ষণও দেবে।
ঢাকায় গত ২৪ ফেব্রুয়ারি এ চুক্তি সই হয়। এ সময় লংকাবাংলার প্রধান কারিগরি কর্মকর্তা ও পরিচালক মুইনুল ইসলাম, টেকওয়ানের কান্ট্রি ম্যানেজার লাহিরু মুণীনদ্রাসা, মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবিরসহ অনেকে।
Subarto Kumar Ghosh
Lecturer at EEE Department
710000979