মাইক্রোসফট নিয়ে এলো ভাঁজ করা কি-বোর্ড

Author Topic: মাইক্রোসফট নিয়ে এলো ভাঁজ করা কি-বোর্ড  (Read 972 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
বার্সেলোনা, ০৪ মার্চ- স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ব্যতিক্রমী একটি কি-বোর্ড দেখিয়েছে মাইক্রোসফট। এই কি-বোর্ডটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রয়োজনমতো ভাঁজ করা করা যাবে। ব্লুটুথের মাধ্যমে বিভিন্ন মোবাইল ডিভাইসের সাথে যুক্ত করা যাবে কি-বোর্ডটি।

প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট প্রতিবেদনে জানিয়েছে, চারকোনা কি-বোর্ডটি মাঝখান থেকে ভাঁজ করে রাখা যায়। ভাঁজ করার পর এটি খুলে যাওয়া ঠেকাতে চুম্বক লাগানো রয়েছে এতে।

ব্যাটারিচালিত এই কি-বোর্ডটির এক পাশে রয়েছে মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট।

‘ইউনিভার্সাল ফোল্ডেবল কি-বোর্ড’ ব্যবহার করে টাইপ করার সময় প্রচলিত কি-বোর্ডগুলোর মতোই টাইপিং গতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে মাইক্রোসফট।

Sahadat