
সার্চ জায়ান্ট গুগল আমাদের জীবনকে করেছে অনেক সহজ। গুগলের কল্যাণে আমাদের অনেক মূল্যবান সময়ও বেঁচে যাচ্ছে প্রতিদিন। কিন্তু গুগল সম্পর্কে আপনি কতটা জানেন?
গুগলের কিছু মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরা হল। এর অনেকগুলোই হয়তো আপনার অজানা:
১. সেকেন্ডেরও কম সময়ে কোন বিষয়ে খোঁজ করা তথ্য আপনার সামনে তুলে ধরতে গুগল ২০০টির বেশি তথ্য বিশ্লেষণ করে দেখে।
২. আপনি যদি google.com লিখার সময় ভুল করে gooogle.com, gogle.com, googlr.com কিংবা অন্য কোন ভুল বানানও লিখেন, কোন অসুবিধা হবে না। আপনি ঠিকই চলে যাবেন গুগলের হোমপেজে। কিন্তু কিভাবে? গুগল এর কাছাকাছি বানানের আরও বেশ কিছু ডোমেইন কিনে নিয়েছে শুধু এই ভুল বানান লিখার পরও যেন গুগলে যাওয়া যায়, সেজন্য। এছাড়াও 466453.com ডোমেইনটিও আছে গুগলের দখলে।
৩. ১৯৯৮ সালে যখন গুগল চালু হয়, তখন প্রতিদিন গুগলে সার্চ করা হতো প্রায় ৫ লক্ষ বার। আর এখন? প্রতি সেকেন্ডেই সার্চ হয় প্রায় ২০ লাখ বার।
৪. ২০০৭ সালে চালু হয় গুগল স্ট্রিট ভিউ। আর এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৭২ লাখ মাইল পথের ছবি তোলা হয়েছে এর জন্য।
৫. গুগল স্ট্রিট ভিউ যখন প্রথম চালু করা হয়, তখন মাত্র যুক্তরাষ্ট্রের ৫টি শহরের ছবি ছিল সেখানে। তাও আবার ৫ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা। আর বর্তমানে প্রতিটি মহাদেশের প্রায় প্রতিটি শহরের ছবি আছে সেখানে, ৭৫ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা।
৬. প্রতি মাসে ইউটিউবে দেখা হয় ৬০০ কোটি ঘণ্টারও বেশি ভিডিও।
৭. প্রতি মিনিটে ইউটিউবে আপলোড করা হয় প্রায় ৩০০ ঘণ্টার ভিডিও।

৮. ৪০টিরও বেশি দেশে আছে গুগলের ৭০টি কার্যালয় যেখানে কর্মরত আছে প্রায় ৫৪ হাজার কর্মী।
৯. ১৯৯৮ সালে প্রথমবারের মত তৈরি করা হয় গুগল ডুডল। যুক্তরাষ্ট্রের নেভাদা শহরের ‘বার্নিং ম্যান’ নামক একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন সের্গেই ব্রিন এবং ল্যারি পেইজ। আর তাই ডুডল হিসেবে দেওয়া হয়েছিল অনুষ্ঠানের লোগো।
১০. মানুষ গুগলের বিভিন্ন সেবার উপর এতোটাই নির্ভরশীল যে ২০১৩ সালে একবার ৫ মিনিটের জন্য গুগলের সকল সেবা বন্ধ থাকায় বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহার কমে গিয়েছিল ৪০ শতাংশ।