ত্বকের রঙফর্সা করবে আলু, বাদাম

Author Topic: ত্বকের রঙফর্সা করবে আলু, বাদাম  (Read 1038 times)

Offline moonmoon

  • Full Member
  • ***
  • Posts: 206
  • Test
    • View Profile
প্রাকৃতিক কিছু খাবার
খেয়েই বাড়ানো সম্ভব
ত্বকের উজ্জ্বলতা। সেই
সঙ্গে ত্বককে সূর্যের
ক্ষতিকর প্রভাব ও পরিবেশ
দূষন থেকেও রক্ষা করা সম্ভব।
ত্বক ফর্সাকারী এমন
কয়েকটি প্রাকৃতিক খাবার
জেনে নিন।
মিষ্টি আলু
মিষ্টি আলুতে আছে প্রচুর
পরিমান ভিটামিন এ। ভিটামিন
এ ত্বককে সুস্থ ও উজ্জ্বল
রাখতে সহায়তা করে। নিয়মিত
মিষ্টি আলু খেলে ত্বকের
লালচে ভাব কমে এবং উজ্জ্বল
হলুদ আভা বৃদ্ধি পায়।
ফলে ত্বক দেখায় উজ্জ্বল ও
সতেজ।
বাদাম
বাদামে আছে ভরপুর ভিটামিন
ই, ফাইবার ও প্রোটিন। এই
তিনটি উপাদান ত্বককে সজীব
ও উজ্জ্বল
দেখাতে সহায়তা করে এবং ত্ব
মৃত কোষ দূর
করে ত্বককে রাখে উজ্জ্বল ও
প্রানবন্ত। এছাড়াও
ত্বককে সূর্যের ক্ষতিকর
আলোর প্রভাব থেকে মুক্ত
করে বাদাম। ফলে ত্বক
উজ্জ্বল দেখায়।
কমলার রস
কমলার রসে আছে প্রচুর
পরিমান ভিটামিন সি। এছাড়াও
এতে আছে প্রচুর
অ্যান্টি অক্সিডেন্ট
যা ত্বককে রক্ষা করে সূর্যে
ক্ষতিকর প্রভাব ও পরিবেশের
নানান ক্ষতিকর উপাদান
থেকে।
অ্যান্টি অক্সিডেন্ট
ত্বকের কোষ গুলোকে সজীব
রাখে। ফলে ত্বক দেখায়
উজ্জ্বল ও প্রাণবন্ত।
সূর্যমূখীর বীজ
সূর্যমূখীর
বীজে আছে প্রচুর ভিটামিন
ই। ভিটামিন ই
ত্বককে সূর্যের ক্ষতিকর
প্রভাব থেকে মুক্ত
রাখে এবং ত্বকের
পুরনো কোষ পরিষ্কার
করে নতুন কোষ
তৈরি করতে দরুণ কার্যকরি।
এছাড়াও প্রকৃতির ক্ষতিকর
নানান উপাদান
থেকে ত্বককে রক্ষা করে ত্বক
উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়ক