সদ্যজাত শিশুর নাভির কেন্দ্রীয় কর্ডের যত্ন

Author Topic: সদ্যজাত শিশুর নাভির কেন্দ্রীয় কর্ডের যত্ন  (Read 977 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
নবজাতক শিশুর জন্মের পর নাভির কেন্দ্রী কেটেই তাকে এই পৃথিবীতে আনা হয়। এটিকে ইংরেজিতে Umbilical cord stump বা কেন্দ্রীয় কর্ড বলা হয়। এর মাধ্যমেই গর্ভাবস্থায় শিশুরা মায়ের শরীর থেকে পুষ্টি এবং অক্সিজেন পেয়ে থাকে। শিশুর জন্মের পর এটি একেবারে ব্যথা ছাড়াই কেটে নিয়ে এর একটি অংশ শিশুর নাভির সাথে লেগে থাকে। একেই বলা হয় কেন্দ্রী বা আম্বিলিক্যাল কর্ড।
কতদিন পর্যন্ত এটি শিশুর শরীরে থাকে?
শিশুর জন্মের পর সাত থেকে ২১ দিনের মাথায় এই কর্ড শুকিয়ে যাবে এবং খুলে পড়ে যাবে। অবশ্য তখন নাভির স্থানটিতে সামান্য একটু বাথা হতে পারে যা অচিরেই সেরে যাবে।
বিশেষ যত্নঃ
এই কর্ডের বিশেষ যত্ন বলতে এটিকে সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে যাতে ইনফেকশন না হয়ে যায়।  সবসমস্য ডায়াপার বা ন্যাপি পরানোর সময় খেয়াল রাখতে হবে এই অংশ যাতে ঢেকে না যায় বা কোনরকম আঘাত না লাগে। এছাড়া এই কর্ড যাতে কোনভাবেই শিশুর মূত্রের সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া যাতে কোনভাবেই এই কর্ডের কোন ক্ষতি না হয় বা ইনফেকশন না হয়ে যায় সেজন্য নিন্মলিখিত ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে।
শিশুকে গোসল করানোর সময় সাবধানে থাকতে হবে। দরকার হলে কোন টাবে গোসল না করিয়ে স্পঞ্জ দিয়ে কাজ সাড়া যেতে পারে।
শিশুর জামা-কাপড় যাতে এটিকে আঘাত না করে এমন হালকা পোশাক পড়াতে হবে।
নিজে থেকে কখনই এটি খোলার জন্য চেষ্টা করা যাবে না।
যখন কর্ডটি খুলে পরে যাবে তখন হয়তো কিছুটা রক্ত দেখা যেতে পারে যা খুবই স্বাভাবিক। এতে চিন্তিত হবার কিছু নেই। সময়ের সাথে সাথে এই ক্ষত শুকিয়ে যাবে।
কর্ডে ইনফেকশনের লক্ষনঃ
কর্ড পরিষ্কার করার সময় কিংবা এর আশেপাশের চামড়া পরিষ্কার করার সময় শিশু যদি কান্না করে।
যদি কর্ডের আশেপাশের চামড়া লাল বর্ণ ধারন করে।
কোন রকমের দুর্গন্ধ বের হয়।
এসব লক্ষণ দেখলে দ্রুতই এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd