অর্থনৈতিক ধাক্কা সামলে আগের অবস্থায় ফিরে আসার সক্ষমতায় বা রেলিয়েন্স সূচকে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
২০১৫ সালের এফএম গ্লোবাল রেসিলেন্স সূচকে দেখা গেছে, বাংলাদেশ রয়েছে ১১৫তম স্থানে। আর প্রতিবেশি দেশ ভারতের স্থান ১১৯তম। এর আগের বছর অর্থাৎ ২০১৪ সালের প্রতিবেদনে এ দুই দেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৭ ও ১১২তম। এছাড়া পাকিস্তান রয়েছে ১২৩ তম স্থানে। গত বছরে দেশটির অবস্থান ছিল ১২৫-এ।
বিভিন্ন দেশের অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা, দুর্যোগ প্রতিরোধের ক্ষমতা, জ্বালানি ও পরিবহন পরিকাঠামোর ওপর গত এক বছরের পর্যালোচনা চালিয়ে এই সূচক প্রকাশ করেছে কোম্পানিটি।
এফএম গ্লোবাল রেসিলেন্স সূচক পর্যালোচনা করে দেখা যায়, অর্থনৈতিক ধাক্কা সামলে আগের অবস্থায় ফিরে আসার সক্ষমতায় ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের অবস্থান পিছিয়ে। তবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির বরাতে বৃহস্পতিবার একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ১৩০টি দেশের তালিকা প্রকাশ করেছে এফএম গ্লোবাল।
তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। এরপরেই আছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, জার্মানি, কাতার, কানাডা, ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এর আগের বছর শীর্ষ দশের তালিকায় ছিল পর্যায়ক্রমে নরওয়ে, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র।
উৎস : যুক্তরাষ্টভিত্তিক কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানি এফএম গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।