আমাদের অর্থনীতি : (আমদানি নীতি আদেশ ২০১২-১৫)

Author Topic: আমাদের অর্থনীতি : (আমদানি নীতি আদেশ ২০১২-১৫)  (Read 1244 times)

JEWEL KUMAR ROY

  • Guest
আমদানি নীতি আদেশ কার্যকরে নতুন নির্দেশনা

আমদানি নীতি আদেশ ২০১২-১৫ কার্যকরে নতুন নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আমদানি নীতি আদেশ, ২০১২-২০১৫ কার্যকরের তারিখ অর্থাৎ ২৪ ডিসেম্বর ২০১২ তারিখ হতে অন্তর্বর্তীকালীন সময়ের বিভিন্ন প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কিংবা নবায়নের বর্ধিত/অবশিষ্ট বকেয়া ফি জরুরী ভিত্তিতে আদায় করতে হবে।

পরে এ সংক্রান্ত তথ্যাদি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, ঢাকায় প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থেকে মার্চের ১৯ তারিখ একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আমদানি নীতি আদেশ জারির আদেশকৃত কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দেরিতে পৌঁছানোর ফলে বর্ধিত/অবশিষ্ট ফি আদায় করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানুয়ারির ১২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব ফি আদায়ের নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বর্ধিত/অবশিষ্ট ফি আদায়পূর্বক সব তথ্য আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ঢাকায় পাঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়।

Offline Jeta Majumder

  • Full Member
  • ***
  • Posts: 150
  • Test
    • View Profile

JEWEL KUMAR ROY

  • Guest