BikeCharge Dynamo
বেশ কয়েকবছর ধরেই বাংলাদেশে সাইক্লিং বিল্বব শুরু হয়েছে। মোজাম্মেল হক ভাইয়ের গ্রামীনের বিজ্ঞাপনটাই হয়তো আমাদের দেশের মানুষদের সাইক্লিং-এ প্রেরণা দিতে শুরু করেছিলো। এরপর আস্তে আস্তে বিডিসি গ্রুপ তৈরি এবং এখনতো দিনে দিনে সাইকেলের ব্যবহার বাড়ছেই। তো আপনাদের মধ্যে যারা সাইকেল ব্যবহার করেন তারা নিশ্চয়ই সেফটি গিয়ার হিসেবে ইলেক্ট্রনিক বেল/হর্ন, হেড লাইট এবং টেল লাইট ব্যবহার করে থাকেন?এবং আপনারা ভালো করেই জানেন যে এগুলোর বেশিরভাগই চলে রিচার্জেবল ব্যাটারিতে। আমি ছোটবেলায় আমার নানার সাইকেলে ডায়নামো দেখেছিলাম, যার ফলে উনি যখন সাইকেলের প্যাডেল মারতেন তথা চাকা ঘুরতো তখন চাকার ঘুর্ননে ডায়নামো বিদ্যুৎ উৎপন্ন করে সেই শক্তিতেই সাইকেলের হেড লাইটকে জ্বলতে সাহায্য করতো। বাইকচার্জ ডায়নামো গ্যাজেটটাও অনেকটা সেরকমই, তবে কিছুটা অ্যাডভান্স।

এই গ্যাজেটটি আপনার প্রতিদিনের কমিউটার বাইককে আস্ত একটা ইউএসবি ডিভাইস চার্জারে পরিণত করতে সক্ষম। চলার পথেই আপনি ইচ্ছা মত আপনার স্মার্টফোন, ক্যামেরা বা ইউএসবির মাধ্যমে চার্জ করা সম্ভব এমন যে কোন ডিভাইস চার্জ দিতে পারবেন। মজার বিষয় হচ্ছে, সাইকেলের বেশিরভাগ এক্সেসরিসের মত এই ডিভাইসটির ইন্সটলেশন প্রসেস মোটেও ঝামেলার নয়। আপনি নিজেই খুব সহজে এটি সাইকেলের স্পোকে ইন্সটল করতে পারবেন।