ঢাকা ও চট্টগ্রামে হলো নাসার অ্যাপ প্রতিযোগিতা

Author Topic: ঢাকা ও চট্টগ্রামে হলো নাসার অ্যাপ প্রতিযোগিতা  (Read 1070 times)

Offline sadiur Rahman

  • Full Member
  • ***
  • Posts: 199
  • Test
    • View Profile
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিশ্বজুড়ে আয়োজন করে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ নামের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির প্রতিযোগিতা। পৃথিবীর বিভিন্ন দেশের শহরে চলে এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব। এবারই প্রথমবারের মতো হলো বাংলাদেশ পর্ব। খবর বিজ্ঞপ্তির।
১০ ও ১১ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৫-এর প্রাথমিক পর্ব। প্রতিযোগিতায় ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছে আইইউবি কোয়ার্কস ও চট্টগ্রামে টি-স্কয়ার দল। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে যান্ত্রিক ক্লিন ওয়াটার ও কম্বো কোডার দল। বিজয়ী এই চারটি দলই নিউইয়র্কে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটভিত্তিক ‘পিপলস চয়েজ’ বিভাগে আরও দুটি দল অংশ নিতে পারবে।
[/pre]


শুক্রবার ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউসি) প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। টানা দুই দিন ধরে চলে প্রতিযোগিতা। পাঁচজন মেন্টর প্রতিযোগীদের ধারণাগুলো উন্নয়নে সহায়তা করেন। শনিবার বিকেলে ১২ জন বিচারক প্রতিযোগীদের ধারণা ও অ্যাপ কয়েকটি ধাপে পর্যবেক্ষণ করেন।

ঢাকায় সমাপনী অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান বিজয়ীদের মধ্যে সনদ ও স্মারক প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন নাসার ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা আলী লিওয়েলিন, আইইউবি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাশেদ চৌধুরী, বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পালসহ অনেকে।

বাংলাদেশ পর্বের প্রতিযোগিতায় আর্থ, আউটার স্পেস, হিউম্যান, রোবটিকস বিভাগে দেড় হাজারেরও বেশি প্রতিযোগী আবেদন করেন। এরপর কয়েকটি ধাপে ঢাকার জন্য ৩৬ ও চট্টগ্রামের জন্য ১৬ দল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।

এই প্রতিযোগিতার আয়োজক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সহযোগিতায় ছিল আইবিপিসি, ক্লাউডক্যাম্প, বেসিস স্টুডেন্টস ফোরাম, আইইউবি ও আইআইইউসি।


Source: http://www.prothom-alo.com/technology/article/503659/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE
Shah Muhammad Sadiur Rahman
Coordination Officer
Department of Multimedia & Creative Technology (MCT)
Email:mctoffice@daffodilvarsity.edu.bd
Cell:01847140056(CP),Ext:160