দুটি মূল্যবান টিপসঃ

Author Topic: দুটি মূল্যবান টিপসঃ  (Read 866 times)

Offline moonmoon

  • Full Member
  • ***
  • Posts: 206
  • Test
    • View Profile
দুটি মূল্যবান টিপসঃ
« on: April 20, 2015, 02:01:33 PM »
দুটি মূল্যবান টিপসঃ
১) দাঁতের গোড়ায় ব্যথা? আক্রান্ত
স্থানে সামান্য কাঁচা হলুদ
বাটা লাগিয়ে দিন। মাড়ির
ব্যথা নিরাময় হবে। হলুদ যে আয়ুর্বেদ
গুণে ভরপুর একটি উপাদান, সে তো আর
বলার অপেক্ষা রাখে না।
২) দাঁতের মাড়িতে ক্ষত হলে বা দাঁত
থেকে রক্ত পড়লে ব্যবহার করতে
পারেন
জামের বিচি। পাকা জামের
বিচি গুড়ো করে দাঁত মাজুন নিয়মিত।
উপকার পাবেন, রক্ত পড়া বন্ধ হবে।