৫৫ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-ইমরুল

Author Topic: ৫৫ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-ইমরুল  (Read 909 times)

JEWEL KUMAR ROY

  • Guest
পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের ২য় ইনিংসে উদ্বোধনী জুটিতে ৩১২ রানের রেকর্ড জুটি গড়েছেন বাংলাদেশের ২ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। গতকাল শুক্রবার টেস্টের ৪র্থ দিনে পাকিস্তানকে ৬২৮ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অনেকটা ওডিআই ভঙ্গিতে ব্যাট চালায় তামিম-ইমরুল। সেই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল পর্যন্ত ব্যাট করে ৩১২ রান করেন তারা। কোনো টেস্টের ২য় ইনিংসে প্রথম উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। এর আগে ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় ইনিংসে ইংল্যান্ডের কলিং কাওডে এবং জিও পোলার্ড ২৯০ রানের জুটি গড়েন। ৫৫ বছর পর সেই জুটি টপকে গেলেন তামিম-ইমরুল।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ ২২৪ রানের রেকর্ড ছিল বাংলাদেশ। ২০১৪ সালের ১২ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের সেই জুটির মালিকও তামিম ও ইমরুল। নিজেদের সেই রেকর্ড টপকে আবার নতুন রেকর্ড গড়লেন এই ২ বামহাতি ব্যাটসম্যান।

অপরদিকে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২৬৭ রানের রেকর্ড ছিল। ২০১৩ সালের ৮ মার্চ গলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ম উইকেটে এই জুটি গড়েছিলেন মুশফিক ও আশরাফুল। তাদের ২৬৭ রানের রেকর্ডকেও টপকে শীর্ষে অবস্থান করছেন তামিম-ইমরুল জুটি।

ইনিংসের ৭৫.৪ ওভারে জুলফিকার বাবরের বলে বাউন্ডারি লাইনের কাছে বাবর আজমের (সাব) হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। ইনিংসে ২৪০ বলে ১৫০ রান করেছেন তিনি। এর আগে সর্বোচ্চ ১৩০ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল।

অপরদিকে ইনিংসের ৯৮.২ ওভারে দলীয় ৩৯৯ রানে আউট হওয়ার আগে মোহাম্মদ হাফিজের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২৭৮ বল খেলে ২০৬ রান করেন এই বামহাতি ব্যাটসম্যান। এর আগে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তামিম।