পেটব্যথা দূর করার ঘরোয়া উপায়

Author Topic: পেটব্যথা দূর করার ঘরোয়া উপায়  (Read 1172 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
পেটে ব্যথা করার সবচেয়ে সাধারণ কারণ হল, বদহজম হওয়া। যখনি কোন খাবার ভালভাবে জারিত বা হজম হয় না, তখনি পেটে গ্যাস ও বিষাক্ত শ্লেষ্মা উৎপাদন হয়।

অর্ধেক পক্ব বা জারিত খাবার শারীরিক চ্যানেলে অবরুদ্ধের সৃষ্টি করে। যাদের অনেক দিন যাবত বদহজমের সমস্যা রয়েছে, তাদের স্বাস্থ্যে বিভিন্ন ধরণের সমস্যার সৃষ্টি হতে পারে। আয়ুশক্তি এর কো-প্রতিষ্ঠাতা ডঃ স্মিতা নারাম, ব্যথা, বদহজম, গ্যাস, অম্লতা, স্ফীত পেট ইত্যাদির কিছু আয়ুর্বেদ প্রতিকার শেয়ার করেছেন। নিম্নে তা দেয়া হল-

# ক্ষুধা হ্রাস, বদহজম এবং ব্যথা দূর করতে করনীয়:
শুকনো আদা, গোলমরিচ, পিপালি ও হিং এক টুকরো করে নিন। আধা চামচ সাদা লবণ ও আধা চামচ বীট লবণ নিন। ৩টি কোকুম থেকে তরল আলাদা করে নিন। এবার সবগুলো উপকরণ একত্রিত করে ভালোভাবে মিশিয়ে নিন। প্রতিদিন তিনবার এই মিশ্রণটি খাবেন।

# পেটে ব্যথা দূর করতে:
আদা কে পাতলা করে টুকরা করে নিন। এর সাথে লেবুর রস ও বীট লবণ মিশিয়ে নিন। তারপর কিছু সময় রোদে শুকিয়ে নিন। তারপর একটি বোতলে সংরক্ষন করুন। প্রতিবার খাবার পর এক টুকরো করে খাবেন। গ্যাস, ব্যথা ও বদহজম দূর করতে এটি সবচেয়ে ভালো উপায়।

# গ্যাস ও অম্লতার কারনে পেটে ব্যথা:
২০টি কালো কিশমিশ, আধা চামচ যষ্টিমধুর পাউডার, আমলার পাউডার ১ চা চামচ, জিরার পাউডার ১ চা চামচ, মৌরি বীজের পাউডার আধা চা চামচ, শুকনো আদা পাউডার ১/৪ চামচ, এলাচ গুঁড়া ১/৪ চামচ নিন। এবার সবগুলোকে একত্রিত করে পানিতে মিশিয়ে নিন। প্রতিদিন দুইবার এই ঔষধটি পান করুন।

# অম্লতা এবং বার্ন:
২০টি কালো রজন এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সম্পূর্ণ পানি পান করুন। এটি কার্যকরভাবে অম্লতা কমাতে সাহায্য করে। এতে পেটের তাপও হ্রাস পায়।

# ডায়রিয়া ও আমাশয় জনিত ব্যথা:
১. এক কাপ ডালিমের রস প্রতিদিন দুইবার করে খেলে ব্যথা উপশম হবে এবং ডায়রিয়া বন্ধ হবে।
২. এক গ্লাস দুধের সাথে কিউমিন এর বীজের গুঁড়া মিশিয়ে খেলে ব্যথা দূর হবে।

পেটে ব্যথা দূর করার করার জন্য সাধারণ অবস্থায় আপনি এই ঘরোয়া উপায়গুলি অবলম্বন করতে পারেন। এরপরও যদি ব্যথা অনুভূত হয়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।–সূত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।

Source://www.bd24live.com/bangla/article/40517/index.html#sthash.fGah9dyI.dpuf
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar