দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের উপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে।
ড্যাফোডিল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দীপ্তি দেশের বেকার যুবসমাজকে দেশে-বিদেশের শ্রমবাজারের উপযোগী এবং দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে Scholarship on ICT নামক একটি প্রকল্প হাতে নিয়েছে। উক্ত প্রকল্পের আওতায় নিম্ন লিখিত কোর্স সমুহে ৭৫% পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। কোর্সগুলো হলো : সার্টিফিকেট কোর্স অন আউটসোর্সিং, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন, বেসিক কম্পিউটার এপ্লিকেশন, ওয়েব ডেভল্পমেন্ট (পিএইচপি, মাইএসকিউএল), মশনগ্রাফিক্স ও ভিডিও এডিটিং এবং কাটুন ক্যারেক্টর এ্যনিমেশন। এ প্রকল্পের ১ম থেকে ১৮তম পর্যায়ে পর্যন্ত মোট ২৫০০ শিক্ষার্থীকে বিভিন্ন কোর্সে সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সফলভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে নিজেদেরকে চাকরি বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রকল্পের ১৯ তম পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে ৮টি ট্রেডে মোট ১২০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে।
ন্যূনতম এসএসসি পাস আথবা পরিক্ষার্থী যে কোন বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে । উক্ত কোর্সগুলো সম্পূর্ণ ভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। প্রশিক্ষকদের সার্বক্ষনিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র প্রদান করা হবে। শুক্রবার সকাল বিকেল বিশেষ ব্যাচের ব্যাবস্থা করা হয়েছে। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে। সঠিক ও নিরপেক্ষতা বজায় রেখে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
যোগাযোগের ঠিকানা : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা ।
ফোনঃ ৯১৩৪৬৯৫, ০১৭১৩-৪৯৩২৬৭।
www.dipti.com.bd