আইসিসি চ্যাম্পিয়ন্স ট্র্ফি খেলতে বাংলাদেশের সামনে দাঁড়িয়ে যে পরিসংখ্যান!

Author Topic: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্র্ফি খেলতে বাংলাদেশের সামনে দাঁড়িয়ে যে পরিসংখ্যান!  (Read 735 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
আইসিসির সর্বশেষ প্রকাশিত ওডিআই র‍্যাংকিংয়ে ৮ নং দলটি বাংলাদেশ। কারন আইসিসির নিয়ম অনুযায়ি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে আয়োজক দেশ সহ পয়েন্ট তালিকায় উপরে থাকা প্রথম ৮টি দেশ। তাই প্রিয় দেশটি প্রথম বারের মত ক্রিকেটের এই মর্যাদাপুর্ন আসরে খেলবে এমনই স্বপ্ন দেখতে শুরু করেছে ভক্তরা।  কিন্তু সেটা করতে কিছুটা কাঠ-খড় পোড়াতে হবে টাইগারদের। নানা পরিসংখ্যান এই স্বপ্নকে কিছুটা আড়াল করে রাখায় পাড়ি দিতে হবে এক বন্ধুর পথ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগামি আসর বসছে ক্রিকেটের জন্মভুমি ইংল্যান্ডে। ২০১৭ সালের পহেলা জুন শুরু হতে যাওয়া ক্রিকেটের এই আসরে বাংলাদেশকে খেলতে হলে চলতি বছরের ৩০শে  সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৮ এর মধ্যেই থাকা চাই। 

লড়াইটা মুলত হতে যাচ্ছে তালিকার ৭, ৮ ও ৯ নং এ থাকা যথাক্রমে ওয়েষ্ট ইন্ডিজ, বাংলাদেশে এবং পাকিস্তানের মধ্যে। ৮৮ পয়েন্ট নিয়ে ৭ নং আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েষ্ট ইন্ডিজ আর সমান পয়েন্ট নিয়ে ৮ নং এ প্রথমবারের মত পাকিস্তানকে পিছনে ফেলা বাংলাদেশ। পাকিস্তানের পয়েন্ট ৮৭, অবস্থান ৯। আগামি সেপ্টেম্বরের আগে চলতি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি এবং জুলাইতে শ্রীলংকার সাথে ৫ টি এই মোট ৮ টি একদিনের ম্যাচ  খেলবে পাকিস্তান। পক্ষান্তরে বাংলাদেশ পাচ্ছে জুনে ভারত ও জুলাইতে দক্ষিন আফ্রিকার সাথে তিনটি করে মোট ৬ টি একদিনের ম্যাচ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোন সিরিজ নেই ওয়েষ্ট ইন্ডিজের তাই তাদেরকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও পাকিস্তানের সিরিজ গুলোর দিকে।

এবার চলুন দেখি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে টাইগারদের সামনে দাঁড়িয়ে থাকা পরিসংখ্যানগুলোঃ

পরিসংখ্যান একঃ 

জুনে ভারতের বিপক্ষে একটি ম্যাচ আর জুলাইতে দক্ষিন আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯১। আর এটা হলেই কোন রকম হিসাব নিকাশ ছাড়াই বাংলাদেশ পৌছে যাবে চ্যাম্পয়ন্স ট্রফির আসরে। আর ভারতের সাথে সিরিজ জিততে পারলেতো একেবারে সোনায়-সোহাগা। 

পরিসংখ্যান দুইঃ

তবে বাংলাদেশ যদি একটি মাত্র ম্যাচ জেতে তবে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান – জিম্বাবুয়ের এবং পাকিস্তান শ্রীলংকা সিরিজ দুটির দিকে।  যেখানে পাকিস্তান যদি কমপক্ষে ১ টি ম্যাচ হারে তাহলে বাংলাদেশ যাচ্ছে ইংল্যান্ডে।

পরিসংখ্যান তিনঃ

বাংলাদেশ যদি ভারত এবং সাউথ আফ্রিকার সাথে একটি ম্যাচও না জিততে পারে তবুও সুযোগ থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। সেজন্য পাকিস্তানকে ৮ টি একদিনের ম্যাচের মধ্যে যেকোন ২ টি ম্যাচ হারতে হবে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়বে পাকিস্তান। তখন ৭ নং ও ৮ নং স্থান ধরে রাখবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

চ্যাম্পিয়ন্স ট্রপিতে পতপত করে উড়বে লাল সবুজের পতাকা। আনন্দ অশ্রুতে ভিজে যাবে এদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীর চোখ আর বিশ্ব দেখবে টাইগারদের ক্রিকেট পরাশক্তি হয়ে ওঠার এক সংগ্রামী গল্প – এই প্রত্যাশায় আমি-আপনি-আমরা-১৬ কোটি বাঙালী।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University