যে কারণে তারা একই পোশাক পরেন

Author Topic: যে কারণে তারা একই পোশাক পরেন  (Read 482 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile

‘কেন আপনি প্রতিদিন একইরকম ধূসর টি-শার্ট পরেন?”- এমন এক প্রশ্নের উত্তরে ফেইসবুক কাণ্ডারী মার্ক জাকারবার্গ বলেছিলেন, প্রতিদিন কোন পোশাক পরবেন এই বিষয়ে চিন্তা করে নিজের সময় নষ্ট করার বদলে দিনের পুরোটা সময় গুরুত্বপূর্ণ কাজে খরচ করাই শ্রেয় বলে মনে হয় তার।

শুধু জাকারবার্গ নন, একই পোশাক প্রতিদিন পরার অভ্যাস রয়েছে  অনেক সফল ব্যক্তিরই। খ্যাতনামা ব্যক্তিদের  এই ‘সিগনেচার আউটফিট’ নিয়ে প্রতিবেদন করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
স্টিভ জবস

অ্যাপল গুরু স্টিভ জবসের ‘সিগনেচার আউটফিট’ ছিল কালো রঙয়ের গলাবন্ধ  টি শার্ট যার প্রচলিত নাম টার্টলনেক, নীল জিন্স আর মানানসই স্নিকার।

অ্যাপলের অন্য কর্মকর্তাদের মধ্যেও এ পোশাক প্রায় ছড়িয়ে গিয়েছিল। একবার অ্যাপল কর্মীদের জন্য ইউনিফর্ম ডিজাইন করার প্রস্তাব করেছিলেন জবস। তবে অ্যাপল কর্মীরা একরকম উড়িয়ে দিয়েছিল জবসের প্রস্তাব।

বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিত্যকার পোশাক হচ্ছে নীল বা ধূসর রঙয়ের স্যুট।

এ নিয়ে প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে, “আমি কী খাচ্ছি বা কী পড়ছি এমন ছোটখাট বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। কারণ, আমার আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।”

 
আলবার্ট আইনস্টাইন

আইনস্টাইনের সব সময় একই রকমের স্যুট পরতেন বলে মনে করে থাকেন অনেকেই। তবে আইনস্টাইনকে নিয়ে গবেষণা করেছেন এমন বিশেষজ্ঞদের অধিকাংশের মতে এই দাবি নেহাতই ভুয়া।

 
ডিন ক্যামেন

একটু ‘পাগলাটে’ স্বভাবের জন্য পরিচিতি আছে ব্যাটারি চালিত দু’চাকার বৈদ্যুতিক গাড়ি সেগওয়ে উদ্ভাবক ডিন ক্যামেনের। প্রতিদিন ডেনিম শার্ট, ডেনিম জিন্স আর বুট পরা অবস্থাতেই দেখা যেত তাকে।

 
ক্রিস্টোফার নোলান

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর লেখক হিসেবে পরিচিত ক্রিস্টোফার নোলান। ব্রিটিশ এই পরিচালকের নিত্য দিনের পোশাক হল পাতলা কলারের নীল শার্টের সঙ্গে একটি গাঢ় রঙয়ের জ্যাকেট, এর সঙ্গে কালো পায়জামা আর আরামদায়ক জুতা। প্রতিদিন পরার কাপড় বাছাই করার ঝক্কি এড়াতে নোলান সবসময় একই পোষাক পরার পন্থা বেছে নিয়েছেন অনেক আগেই।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU