শিশুদের মানসিক বিকাশে চাই সুস্থ পরিবেশ

Author Topic: শিশুদের মানসিক বিকাশে চাই সুস্থ পরিবেশ  (Read 677 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile
এক শিশু যখন অন্য শিশুর সাথে মাঠে খেলাধুলা করে তখন তার মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও নানা সুকুমারবৃত্তি জেগে উঠে ।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের  দেশে শিশুদের জন্য খেলার মাঠের খুব অভাব। যার কারণে আমাদের দেশের শিশুদের অধিকাংশ সময় ঘরে কাটাতে  হয়। ঘরে বসে তারা গেমস খেলে, টিভিতে কার্টুন দেখে, সিরিয়াল দেখে। যা  মানসিক ও শারীরিক  বিকাশে সাহায্য করার চেয়ে ক্ষতি করে বেশি।

মাঠ একদম নেই তা অবশ্য ঠিক না। কিছু মাঠ আছে যার বেশিরভাগেই দেখা ব্যক্তিগত বা সরকারি কাজে, ইট, বালু, রড থেকে শুরু করে আরও অনেক জিনিস রেখে দেওয়া হয়। যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ।

অনেক মাঠে বড় গর্ত ও কূপ রয়েছে। সেগুলো  যে শিশুদের জন্য কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা শিশু জিয়াদের মৃত্যুর পর আর নতুন করে বলার প্রয়োজন নেই।

তাই শিশুদের মানসিকতার বিকাশে ও সুস্থ বিনোদনের জন্য নিরাপদ মাঠ দরকার।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU