ড্রোন ও ভিআর কিট আনছে গোপ্রো

Author Topic: ড্রোন ও ভিআর কিট আনছে গোপ্রো  (Read 679 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile


এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ‘কোড কনফারেন্সে’ ড্রোন তৈরির ঘোষণার পাশাপাশি নতুন ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) কিটও উন্মোচন করেছেন উডম্যান।

ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের জন্য ভিডিও ফুটেজ ধারণ করতে গোপ্রোর নতুন ভিআর কিট সহায়তা করবে বলে জানিয়েছেন উডম্যান। তবে সম্মেলনে গোপ্রোর ড্রোন নির্মাণের ঘোষণাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে প্রযুক্তি পণ্যের জগতে।

প্রযুক্তি শিল্পের বিশেষজ্ঞরা গোপ্রোর এই পদক্ষেপকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করছেন বলে উল্লেখ করেছে বিবিসি।

গোপ্রোর তৈরি ড্রোনগুলো ২০১৬ সালের প্রথমার্ধে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উডম্যান। দূরনিয়ন্ত্রিত ড্রোনগুলো গোপ্রোর অ্যাকশন ক্যামেরার ‘মৌলিক’ সহযোগী হিসেবে কাজ করবে বলে সম্মেলনে জানান তিনি।

এক্ষেত্রে ড্রোন নির্মাতা অন্যান্য প্রতিষ্ঠানগুলো অন্যান্য ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধে গোপ্রো বাদে অন্য ক্যামেরার জন্য বিশেষায়িত ড্রোন তৈরি করা শুরু করলে গোপ্রো বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘অ্যামেচার ফটোগ্রাফার’ ম্যাগাজিনের জন স্টেপলি।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU