মহাসড়কে চলবে গুগলের ‘রোবট গাড়ি’

Author Topic: মহাসড়কে চলবে গুগলের ‘রোবট গাড়ি’  (Read 669 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile

জনসাধারণের জন্য তৈরি ‘রোবট গাড়ির’ কার্যক্ষমতা মহাসড়কে নিয়ে পরীক্ষা চালানোর অনুমতি পেয়েছে গুগল। এবারের গ্রীষ্মেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মহাসড়কে সাধারণ নাগরিকদের যানবাহনের পাশাপাশি চলবে ওই স্বয়ংক্রিয় গাড়িগুলো।

এর আগেও গুগল এ ধরনের স্বয়ংক্রিয় গাড়ির কার্যক্ষমতা পরীক্ষা করেছে। তবে সেগুলো ছিল বিশেষভাবে পরিবর্তিত বিলাসবহুল লেক্সাস এসউভি (SUV) স্পের্টস ইউটিলিটি ভেইক্যাল।  এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এবারের ‘রোবট গাড়িগুলো’ আলাদা ভাবে তৈরি করা হয়েছে সড়কে স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম গাড়ির কার্যক্ষমতা যাচাই করার জন্য।

এতদিন ছোট এই গাড়িগুলোকে সড়কের বদলে টেস্ট ট্র্যাকে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়াও নিরাপত্তার স্বার্থে প্রতিটি গাড়িতে একজন চালক থাকবেন, যেন প্রয়োজনে গাড়িগুলোর নিয়ন্ত্রণ নিতে পারেন তারা।

সড়কে এই পরীক্ষার পর গুগলের প্রকৌশলীরা গাড়িগুলোর অন-বোর্ড সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন, যেন গাড়িগুলো বিভিন্ন অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

বিবিসি জানিয়েছে, মহাসড়কে রোবট গাড়িগুলোর প্রতিটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ২৫ মাইল বা ৪০ কিলোমিটার।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU