পাসওয়ার্ড সংরক্ষক হ্যাকড!

Author Topic: পাসওয়ার্ড সংরক্ষক হ্যাকড!  (Read 954 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile

একেই কি বলে নিয়তির পরিহাস? স্মৃতিভ্রম বা হ্যাকারদের হাত থেকে পাসওয়ার্ড বাঁচাতে যে প্রতিষ্ঠানটি সেবা দিচ্ছিল সে-ই হয়েছে হ্যাকিংয়ের শিকার। প্রতিষ্ঠানটির নাম ‘লাস্টপাস’।

সিএনএন জানিয়েছে, সোমবার এক ঘোষণায় লাস্টপাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকাররা তাদের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে এবং ব্যবহারকারীদের ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড রিমাইন্ডার্স আর মাস্টার পাসওয়ার্ডের এনক্রিপটেড ভার্সন অ্যাকসেস করেছে।

‘আপনার সব পাসওয়ার্ড ইন্টারনেটে এক জায়গায় জমা করে রাখার ধারণা সম্ভবত এখন আর নিরাপদ নয়।’- বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।

শুক্রবার প্রথম প্রতিষ্ঠানটি হ্যাকড হওয়ার ঘটনার বুঝতে পারে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, হ্যাকাররা তাদের হাতে সব মাস্টার পাসওয়ার্ডের প্লেইন টেক্সট ভার্সন নিতে সক্ষম হয় নি। কিন্তু, কারও মাস্টার পাসওয়ার্ড যদি অনেক বেশি সহজ হয় তবে তা হ্যাকারদের হাতে চলে যাওয়া অস্বাভাবিক নয়। হ্যাকাররা খুব সহজে কম্পিউটার সার্ভারগুলো খুঁজে বের করে অন্যান্য এনক্রিপটেড পাসওয়ার্ডের পাঠোদ্ধার করতে সক্ষম হবে।

এ ঘটনার পর হুমকির মুখে পড়তে পারে সামাজিক মাধ্যম, ব্যাংক, হাসপাতালের প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ তথ্য। এ কারণে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাইবারনিরাপত্তা বিশেষজ্ঞরা।

এক বিবৃতিতে লাস্টপাসের পক্ষ থেকে ব্যবহারকারীদের মাস্টার পাসওয়ার্ড খুব দ্রুত পরিবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে। আর অন্যান্য হ্যাক হওয়া প্রতিষ্ঠানের মতো তারাও বলেছে, “লাস্টপাসে নিরাপত্তা আর প্রাইভেসি আমাদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ”।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU

Offline rayhanul.bba

  • Full Member
  • ***
  • Posts: 219
  • Test
    • View Profile
Better to change password periodically
Md. Rayhanul Islam
Senior Lecturer
Department of Real Estate
Facuty of Business & Entrepreneurship
Daffodil International University