হাড় ক্যান্সার- কারণ ও উপসর্গ

Author Topic: হাড় ক্যান্সার- কারণ ও উপসর্গ  (Read 2229 times)

Offline Naznin.Tania

  • Full Member
  • ***
  • Posts: 206
  • Test
    • View Profile
আজকাল বোন ক্যান্সার বা হাড়ের রোগের কথা বেশ শুনতে পাওয়া যায়। আর এই ক্যান্সারে মৃত্যুর হারটাও অনেক চড়া। তবে ভয়ের বিষয়টা হচ্ছে এই ক্যান্সারের সঠিক কারণ এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি।তাই নিশ্চিতভাবে কারো ক্ষেত্রেই বলা সম্ভব না যে তার এই হাড়ের ক্যান্সার হবে কি হবে না। উপায় হচ্ছে কারণ ও লক্ষণ গুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে রাখা ও সতর্ক হওয়া।

ম্যালিগন্যান্ট বোন টিউমার থেকেই মূলত হাড়ের ক্যানসার হয়। হাড়ের কোষে টিউমার, অস্টিওজেনেটিক দেহকলার মারাত্মক টিউমার, কন্ড্রোমা সারকোমাটোসাম ইত্যাদির কারণেও এটি হয়ে থাকে। তবে হাড় ক্যানসারের লক্ষণ ক্ষেত্রে অনুযায়ী ভিন্ন হতে পারে।

বোন ক্যানসারের কারণ:

হাড়ের ক্যানসারের কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি। হাড়ের দীর্ঘস্থায়ী ক্ষতি ও সংক্রমণের ফলেই ক্যানসার হতে পারে বলে মনে করেন চিকিৎসকেরা।

এছাড়াও হাড়ের অতিরিক্ত বৃদ্ধি, দীর্ঘস্থায়ী প্রদাহ, জেনেটিক ফ্যাক্টর, ভাইরাস সংক্রমণ, রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া ইত্যাদির কারণেও হাড়ের ক্যানসার হতে পারে।

হাড় ক্যানসারের লক্ষণ:

-হাড় ক্যানসার রোগীদের হাড়ের উপর শক্ত ক্লড তৈরি হতে পারে এবং ব্যথা অনুভূত হতে পারে।
-এই রোগে আক্রান্তদের হাড়ে ফাটল দেখা দিতে পারে। এছাড়াও অঙ্গবিকৃতি হতে পারে।
-বোন ক্যানসারের রোগীদের একটানা জ্বর, ওজন হ্রাস, অবসাদ হতে পারে। এছাড়াও চালিকা শক্তি ও কার্যক্ষম হ্রাস পায়।
-সুস্পস্ট কোন কারণ ছাড়াও ওই রোগে আক্রান্তদের হাড়ে ফাটল দেখা দিতে পারে।
-পায়ে অচেতন অনুভূতি দেখা দিতে পারে।
-হাড় ফুলে যেতে পারে, গাঁটে ব্যথা, রাতে ব্যথা অনুভব ও ঝিমুনি ভাবও এই রোগের একটি লক্ষণ।

এই ধরনের উপসর্গগুলি উপলক্ষিত হলে রোগীদের অবিলম্বে চিকিৎসকেরা পরামর্শ নেওয়া প্রয়োজন।


http://www.healthbarta.com/2015/04/02/7345/
Tania Naznin
Sr. Admission Officer
Daffodil International University
E-mail: counselor1@daffodil.university