কীভাবে এল রঙিন মুদ্রণ

Author Topic: কীভাবে এল রঙিন মুদ্রণ  (Read 1020 times)

Offline Lazminur Alam

  • Sr. Member
  • ****
  • Posts: 337
  • Test
    • View Profile
বাজারে এখন আসতে শুরু করেছে ঝকমকে ছাপায় রঙিন আর ঝলমলে সব সাময়িকী। কিন্তু এই রঙিন মুদ্রণ জিনিসটা কীভাবে শুরু হয়েছিল? জানতে হলে যেতে হবে প্রাচীন চীনে। শুরুটা হয়েছিল কাগজি নোট ছাপানোর মধ্য দিয়ে। রঙিন মুদ্রণের উদ্ভব প্রাচীন চীনে। খ্রিষ্টপূর্ব এগারো শতকে কাগজি মুদ্রা ছাপা হতো ভিন্ন ভিন্ন রঙে। সাধারণ কাগজি মুদ্রার নিরাপত্তাব্যবস্থা জোরদার করতেই চীনারা মুদ্রণে বিভিন্ন রঙের ব্যবহার শুরু করে। ইতিহাসবিদদের মতে, সুং সাম্রাজ্যের সময়ে এই নোট জালিয়াতি বেশ বেড়ে গেলে এই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়। এই ব্যবস্থার অধীনে কাগজি নোটগুলো সাধারণত নীল প্রেক্ষাপটে ছাপানো হতো। এর সঙ্গে থাকত সিঁদুররঙা জলছাপ। নোটের অঙ্কটা লেখা হতো কালো রং দিয়ে। সুং রাজাদের নেওয়া এই ব্যবস্থায় পরবর্তীকালে চীনে নোট জালিয়াতি প্রায় বন্ধই হয়ে যায়। আর এটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায় পৃথিবীর মুদ্রণব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবেই।


Source: http://www.prothom-alo.com/pachmisheli/article/569032/রঙিন-মুদ্রণ
MD.LAZMINUR ALAM
|| BA (Hons) in English || || MBA in Marketing ||

Senior Student Counselor
Daffodil International University
Cell: 01713493051
E-mail: lazminur@daffodilvarsity.edu.bd
            lazminurat@yahoo.com
Web: www.daffodilvarsity.edu.bd