বিমানটি তৈরি করা হয়েছে মূলত সামরিক কাজে ব্যবহার করার জন্য। এর ডিজাইন সুধু আপনাকে না বড়ং যেকোনো ডিজাইনারকে অবাক করবে। সত্যি অসাধারণ। রাশিয়ার বৈইমানিকরা গতানুগতিক ধারার বাইরে যেয়ে এটি তৈরি করেছে।
বিমানটি এতটায় শক্তিশালী যে সর্বচ্চ ২০০টন পর্যন্ত ওজন বহন করতে পারবে। সাথে সাথে এর গতি হবে সুপারসনিক বিমানের মতো ঘণ্টায় ২০০০ কিলোমিটার। এটি একবারে ৭০০০ কিলোমিটার পর্যন্ত পথ কভার করার ক্ষমতা রাখবে। বিমানটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট ৩টি পাখা। ২টি তার ডানায় ও একটি লেজের সাথে। তবে পেছনের পাখাটি সবথেকে শক্তিশালী। যা বিমানটিকে সর্বচ্চ শক্তিতে পৌছতে সাহায্য করবে। ওঠা নামা করার জন্য দেয়া হয়েছে এক গাদা চাকা। বিমানটি এতো বড় এবং এতো বেশী ভার উত্তোলন করতে পারবে যে এছাড়া আর কোন উপায়’ই নেই। কিন্তু সে তুলনায় এর পাখা গুলো অনেক ছোট করে তৈরি করা হয়েছে যাতে করে এটি যেকোনো এয়ারপোর্ট ব্যবহার করে ওঠানামা করতে পারে।
রাশিয়া আগামী ২০২৪ সাল নাগাত এমন সর্বমোট ৮০টি বিমান তৈরি করবে। যাতে করে পরবর্তী ৭ ঘণ্টার মদ্ধে তারা পৃথিবীর যেকোনো প্রানে তাদের যুদ্ধ যান সহ সৈনিক পাঠেতে পারেন।
Source:
http://fagunbd.com/news/1856