১। চুক্তি কখন বলবত করা যায় না?
A. চুক্তিটি প্রকতিগত ভাবে প্রত্যাহার গত
B. আর্থিক ক্ষতি পুরুনে কোন মাপকাঠি নাই
C. আর্থিক ক্ষতিপুরুন দারা পারজাপ্ত প্রতিকার হয় না
D. আর্থিক ক্ষতিপুরুন পাঅয়া যায় না ।
২. চুক্তি কখন বলবত করা যায়?
A. চুক্তিটি প্রকতিগত ভাবে প্রত্যাহার গত
B. আর্থিক ক্ষতিপুরুন দারা পারজাপ্ত প্রতিকার হয় না
C. আর্থিক ক্ষতিপুরুন দারা পারজাপ্ত প্রতিকার হয়
D. কোনটিই না।
৩. 9 ধারার অধীনে খতিগ্রস্ত বাক্তির প্রতিকার কি?
৪. সরকারের বিরুধে মামলা করা যাই না কন ধারার অধিনে?
৫. সুনিদ্রিস্ত প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী দখল উধারে কোন বিষয়গুলো প্রমান করতে হবে?
A. মালিকানা/সাত্ত এবং দখল
B. সিমানা
C. দখল ও বেদখল
D. স্বত্ব
৬. সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা কন আইন বলবত করা জাই না
৭. কোন চুক্তিতি আদালাতের মাধমে বলবত করা জাই না
A. গান গাওয়ার চুক্তি
B. বই লেখার চুক্তি
C. পরিবহন চুক্তি
D. A+B
৮। সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রনিত হই কত সালে?
৯। সুনির্দিষ্ট প্রতিকার কত ভাবে দেওয়া জাই?
১০। ৯ ধারার অধিনে মামলা করলে কোর্ট ফি কত?
১১. ১১ ধারার অধিনে মামলা করলে কোর্ট ফি কত?
১২. সুনিরদিস্ত প্রতিকার আইনের ৯ ধারাই কি বলা আছে?
১৩. সুনিরীদস্ত প্রতিকার অধিকার/ Discretion
১৪. এই আইন অনুযায়ী নিচের কন প্রতিকার দেওয়া জায় না
A. দখল গ্রহন করে তা প্রত্যাবর্তন
B. কর্তব্য সম্পদাদনে আদেশ প্রদান
C. নিসেধাঘা প্রদান
D. সবগুলোই
১৫. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা সরকারের ক্ষেত্রে প্রযোজ্য না?
১৬. সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট কত তি ধারা আছে?
১৭. যে সব চুক্তি বলবত করা যা্ তা কত ধারা অনুযায়ী
A. ১২
B. ২১
C. ১৫
D. ৯
E. ৮
১৮. যে সব চুক্তি বলবত করা যায় না, তা কত ধারা অনুযায়ী
A. ২১
B. ১২
C. ৪৫
D. ৮ এবং ৯