তৈরি করুন "পারফেক্ট" মিষ্টি দই!

Author Topic: তৈরি করুন "পারফেক্ট" মিষ্টি দই!  (Read 1323 times)

Offline protima.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 429
  • Test
    • View Profile
তৈরি করুন "পারফেক্ট" মিষ্টি দই!
উপকরণ

দুধ - ১লিটার
গুঁড়ো দুধ - ২ টেবিল চামচ
টক দই - ২ টেবিলচামচ +১/২ চাচামচ ( প্রান)
চিনি - ৮-৯ চাচামচ
পানি - ৩ চাচামচ
প্রণালি

    - একটি স্টিলের পাত্রে পানি ও চিনি একসাথে মিশিয়ে নিন । চুলায় মাঝারি আঁচে জ্বাল দিয়ে গলিয়ে নিন । চামচ দিয়ে নেড়ে নেড়ে বাদামি কালার করে নিন । বেশি জ্বালে ক্যারামেল তৈরি করবেন না । তাহলে পুড়ে তিতা হয়ে যাবে ।
    - দুধ জাল দিয়ে ঘন করে করে নিন ।
    - শেষের দিকে গুড়া দুধ লিকুইড দুধের সাথে মিশিয়ে জ্বাল দিন। শেষের দিকে গুঁড়ো দুধ দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে দই থেকে ।
    - দুধের সাথে ক্যারামেল দিয়ে জ্বাল দিন । দুধ জ্বাল দিয়ে ৫০০ মিলিলিটার অথবা ৪০০ মিলি লিটার করে নিন । হ্যান্ড বিটার দিয়ে দুধ নেড়ে নেড়ে জ্বাল দিন । তাহলে ঘন সর পড়বেনা । আবার দই দেখতেও স্মুথ হবে ।
    - চুলা থেকে নামিয়ে হ্যান্ড বিটার অথবা চামচ দিয়ে নাড়ুন। দুধ কুসুম গরম হয়ে আসলে টক দই দিয়ে ভাল করে নেড়েচেড়ে দিন ।
    - বিটার দিয়ে ভাল করে ফেনা ফেনা করুন । আরো মিষ্টি লাগলে চিনি মিক্স করে নিন।মাটির পাত্রে ঢেলে চুলার নিচে অল্প আঁচে ২ ঘন্টা রাখুন ।
    - চুলার নিচে রাখার পর দইয়ের পাত্র ঢেকে রাখবেন এবং নাড়াচাড়া করবেন না ।
    - ২ ঘন্টা পরে হাঁড়িতে পানি গরম করে তার উপর প্লাস্টিকের ,অথবা এলুমিনিয়াম ছিদ্র সহ জালি বসিয়ে তার উপর দইয়ের পাত্র বসিয়ে দিন ।
    - উপরে জালি ঢাকনা দিয়ে একদম অল্প আঁচের থেকে সামান্য বেশি আঁচ দিয়ে ১ ঘন্টা ১০-১৫ মিনিট রাখুন । নাড়াচাড়া করবেন না ।
    - ১ ঘন্টা হয়ে গেলেই সাসলিকের কাঠি দিয়ে আস্তে করে মাঝখানে ঢুকিয়ে চেক করে নেবেন । যদি মনে করেন হয়ে গিয়েছে তাহলে নামিয়ে নিন । আর যদি মনে করেন এখনও পাতলা রয়েছে তাহলে আর কিছুক্ষন জ্বাল দিন ।
    - দই ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন ।
    - নিচে নামানোর পরে দই ঠান্ডা করে ফ্রিজে রাখলে আর জমাট বাঁধবে। তাই জাল দিয়ে বেশি শক্ত করে ফেলবেন না । শক্ত করে ফেললে আবার পুডিং পুডিং লাগবে ।


Offline Ms Jebun Naher Sikta

  • Full Member
  • ***
  • Posts: 190
  • Test
    • View Profile
very good

Offline Ms Jebun Naher Sikta

  • Full Member
  • ***
  • Posts: 190
  • Test
    • View Profile
useful post

Offline Mashud

  • Full Member
  • ***
  • Posts: 237
  • Ideal man
    • View Profile
Difficult to make.