মানুষের কথা ইটের মতো। যদি তুমি এটা রাগে ছুড়ে মারো তাহলে এটা তোমাকেই আহত করতে পারে। কিন্তু এই শব্দগুলোকে সহানুভূতি ও উপলব্ধির সাথে বিচক্ষণভাবে ব্যবহার করলে সেগুলোকে এমন ভাবে সাজানো সম্ভব যাতে তারা তোমাকে গড়ে তোলে, তোমার উপলব্ধি ক্ষমতাকে দৃঢ় করে, তোমার মনকে শান্ত করে এমনকি জীবনকে গড়ে তোলার মতো ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তাই ভয় পেওনা, এই শব্দগুলো তোমার পক্ষেই আছে। তাদের পড় ও একটি চমৎকার দিন উদযাপন কর।
জীবনে সবচেয়ে চমৎকার পাওয়া হল সেই বন্ধুরা যারা পরিবারের মতো এবং পরিবারের সদস্যরা যারা বন্ধুদের মতো।
তুমি যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও, কিন্তু তুমি যাই কর, সামনের দিকে এগিয়ে যাও। (পিকে)
নিজের জীবন নিয়ে খুশি থাকো, কারণ জীবন তোমাকে ভালবাসার, কাজ করার, খেলার এবং আকাশের তারার পানে চেয়ে থাকার সুযোগ দেয়।
-হেনরি ভান ডাইক
অতীতকে তোমার জন্য কারাগারে পরিণত করোনা। তোমার নিয়তিতে কিছু লেখা আছে। তোমার জীবনে তোমার নিজের মতো দেওয়ার আছে। তুমি কোন পথে এগোবে তা তোমার বেছে নেওয়ার অধিকার আছে।
সবাই বিখ্যাত নাও হতে পারে কিন্তু সকলেই মহৎ হতে পারে, কারন মহত্ত্ব কর্মের উপর নির্ভরশীল। লেখকঃ মারটিন লুথার কিং জুনিওর
ভেবে দেখো যে সকল বিষয় তোমাদের দুঃখ দিয়ে রাগান্বিত করে বা দুঃখ দিয়ে ব্যথিত করে প্রায়ই তার চেয়ে রাগ ও দুঃখ তোমাদের বেশি বেদনা দেয়।
-মারকাস অন্টনিয়াস
তুমি যদি নিজেকে নিয়ে সুখী না হও তবে তুমি কোন সম্পর্কে থেকেও সুখী হবেনা। আগে তুমি নিজে যা তার সাথে নিজেকে মানিয়ে নাও। কারন তুমি যতক্ষণ নিজেকে নিয়ে সুখী না ততক্ষন তুমি অন্যকে নিয়ে সুখী হবেনা।
অন্যের জন্য ছোট ছোট জিনিস করতে ভুলে যেওনা। কারণ ঐ ছোট্ট জিনিসগুলিই তাদের হৃদয়কে দখল করে রাখে।