লিটন কুমার দাস, এক চওড়া ব্যাটের নায়ক!

Author Topic: লিটন কুমার দাস, এক চওড়া ব্যাটের নায়ক!  (Read 779 times)

Offline habib

  • Full Member
  • ***
  • Posts: 112
  • Test
    • View Profile
লিটন কুমার দাস, এক চওড়া ব্যাটের নায়ক!


বড় ইনিংস খেলা হয়নি এখনো। একটি মাত্র অর্ধশতক। তবে নিজের জাত চিনিয়েছেন তার খেলা ছোট খাট ইনিংস গুলোতেই।
এই ডান হাতি ব্যাটসম্যানের স্ট্রোক খেলার ধরন দেখলেই  মনে ভেসে উঠে মিষ্টার ক্রিকেট খ্যাত মাইক হাসির ছান্দিক ব্যাটিং
এর কথা। অনেকটাই মিল আছে এই দুজনের ক্লাসিকাল কাভার ড্রাইভের মধ্যে। আর উইকেটের পিছনেতো রীতিমত কুমার
সাঙ্গাকারা। বলের ধরন দেখে শরীরের মুভমেন্ট, আপিলের ধরন ও লেগ স্ট্যাম্পের বাইরের বল গুলোকে অনায়াসে তালুবন্দি
করা দেখতে দেখতে আপনিও হয়তো সাঙ্গাকারার মাঝে এই উইকেট কিপারকে গুলিয়ে ফেলতে পারেন। হুম, কথা হচ্ছে
টাইগার উইকেট কিপার ব্যাটসম্যান - লিটন কুমার দাস কে নিয়ে। 

তার আন্তর্জাতিক ক্রিকেটে আসার সিঁড়িটা যেকোন ক্রিকেটারেরই ঈর্ষা হওয়ার মত। নিজেকে ভাল ভাবে প্রমাণ করেই তবে
জাতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন লিটন। প্রথম শ্রেনীর ক্রিকেটে তিনি ৩৮ টি ইনিংস খেলেছেন ২২ ম্যাচে। আছে ৯টি
অর্ধশতক ও ৬ টি শত রানের চমকপ্রদ ইনিংস।  শতক অর্ধশতকের সংখ্যাটা কাকতালিয় ভাবে 'নয়-ছয়' হলেও  প্রথম শ্রেনীর
ক্রিকেটে তার রান গড় ৫৩.১৬ ! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত ভাল গড় নিয়ে জাতীয় দলে আসেননি কোন ক্রিকেটারই।
প্রথম শ্রেনীর ক্রিকেটে তার ব্যাট অহরহ হেসেছে। রান করার ক্ষেত্রে তার ব্যাট যে যথেষ্ট চওড়া তার প্রমানও মিলেছে বহুবার।
কিন্তু আন্তর্জাতীক ক্রিকেটে নিজেকে স্থীর করতে একটু যেন সময় নিচ্ছেন লিটন কুমার দাস। 

শুরুর মধ্যে যেন একটু জড়তা। মাঝে মধ্যে সেটা কাটিয়ে কিছু সাবলিল শট। দ্রুত উন্নতি করছেন লিটন কুমার দাস। এখনো
পর্যন্ত খেলেছেন ৬টি একদিনের ম্যাচ। সেখানে ৩৪ ও ৩৬ রানের দুটি মাঝারি মানের ইনিংসও আছে। ভারতের বিপক্ষে ৪১ বলে
খেলা ৩৬ রানের ইনিংসটিতে আছে ৫ টি অসাধারন চারের মার আর ৩৪ রানের ইনিংসটি সাজানো ৩ টি বাউন্ডারি দিয়ে। দক্ষিন
আফ্রিকার বিপক্ষে তার খেলা ১৭ রানের ইনিংসটি এসেছে ১৪ বল থেকে। সাবলিল ব্যাট চালাচ্ছিলেন। ২ টি চার আর একটি দর্শনীয়
ছয় এর পর ১৪ তম বলটি রাবাদার অসাধারন ইয়োর্কারে রক্ষা পায়নি স্ট্যাম্প। বোলারের কৃতিত্ব বললে ভুল হয়না।

দক্ষিন আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সহ লিটন দাসের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ সংখ্যা দুই। ইনিংস সংখ্যাও দুই। ভারতের বিপক্ষে
২য় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি তিনি। প্রথম ইনিংসে করেছিলেন ৪৪। ৮টি চার ও একটি ছক্কায় সাজানো সেই ইনিংসটি
খেলতে লিটন খরচ করেছিলেন ৪৫টি বল। তার ব্যাট যে দিন দিন আরো চওড়া হবার ইঙ্গিত দিচ্ছে সেটা বুঝতে বাকি ছিলনা
নির্বাচকদের। দক্ষিন আফ্রিকার বিপক্ষে টেস্ট দলেও ঠাই। প্রথম ইনিংসে নির্বাচকদের আস্থার মর্যাদাও রেখেছেন লিটন।
ডি ককের অসাধারন ক্যাচে প্যাভিলয়নে ফেরার আগে খেলেছেন ৫০ রানের একটি সাজানো - গুছানো ইনিংস। ১০২ বলে খেলা
এ ইনিংসটিতে বাউন্ডারি ছিল ৭ টি। প্রায় প্রত্যেকটি বাউন্ডারি এসেছে নান্দনিক সব ক্রিকেটীয় শটে। বুঝার উপায় ছিলনা মাত্র
২য় আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন এই ব্যাটসম্যান। ইনিংসটা আরো লম্বা হতে পারতো। কুইনটন ডি ককের রেয়ার
ক্যাচে পরিনত হওয়াই প্রথম ইনিংসে পরে ব্যাট করে বাংলাদেশের লিড নেয়ার রেয়ার ম্যাচে টাইগারদের ইনিংস থেমেছে
৩২৬ এ। ৭৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

ক্রিকেটের এই বিশ্ব মঞ্চে নার্ভাসনেস অনেকের মধ্যেই কাজ করে। গ্রেটরা সেটাকে কাটিয়ে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করেন
আগামির তারকা হিসেবে। দিনাজপুরের ছেলে লিটন কুমার দাসও নিজেকে মেলে ধরবেন, তার ব্যাটে চড়ে আসবে টাইগারদের
অনেক জয়, বিশ্ব ক্রিকেটে টাইগারদের অগ্রগতি চলতেই থাকবে আর স্বপ্ন ছুঁয়ে যাবে আরেকটি স্বপ্নকে। লিটনের ব্যাটও ইঙ্গিত
দিচ্ছে সেদিকেরই।  এগিয়ে যাক টাইগাররা, শুভ কামনা রইলো লিটন দাসের জন্য।

Source : http://www.tigercricket.com.bd/news/cricket-exclusive/21
Md. Habibur Rahman
Officer, Finance & Accounts
Daffodil International University (DIU)
Corporate Office, Daffodil Family
Phone: +88 02 9138234-5 (Ext: 140)
Cell: 01847-140060, 01812-588460