পরাজয়ে ডরে না বীর- বাংলাদেশ ক্রিকেট দলের দিকে তাকালেই প্রবাদটির বাস্তবতা মিলবে। দারুণ দুটি সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা হার দিয়ে। যে হার দীর্ঘ হয়েছে প্রথম ওয়ানডে পর্যন্ত। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের সঙ্গী হার। এরপরই প্রবাদটির কথা সবাইকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ। শেষের দুই ওয়ানডে জিতে সিরিজ বগলদাবা করার পর প্রথম টেস্টেও দেখা মিলেছে লড়াকু বাংলাদেশের।
এবার দ্বিতীয় টেস্টে কিছু করে দেখানোর পালা। সেদিকেই দৃষ্টি বাংলাদেশের। তাই তো কোনো ছাড় দেয়া চলবে না বলে জানালেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। কয়েকদিন টানা বৃষ্টির পর রোদের মুখ দেখেছে আকাশ। বাংলাদেশ দলও ইনডোর ছেড়ে বেরিয়েছে মাঠে। অনুশীলনে কাটিয়েছে সময়। এই অনুশীলন শুরুর আগে তামিম জানালেন, ‘কোনো কিছুতেই ছাড় দেয়া যাবে না। কারণ যাদের সাথে খেলবো, তারা এক নম্বর দল। আমাদের শুরুটা ভালো করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুর ছন্দটা এগিয়ে নিয়ে যেতে পারলে, তা আমাদের দলের জন্য খুব ভালো ব্যাপার হবে।’
৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে লম্বা একটা মৌসুম শেষ হবে বাংলাদেশের। লম্বা ছুটিও মিলবে। শেষটা কেমনভাবে চান? তামিম বলছেন, ‘২০১৫ সালটা খুব ভালো গেছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। এটা এই সিরিজের শেষ ম্যাচ। চট্টগ্রামের টেস্টে আমরা যেভাবে আগচ্ছিলাম সেভাবে যদি আমরা এখানেও খেলতে পারি তাহলে বাংলাদেশের জন্য সব মিলিয়ে খুব ভালো একটি সিরিজ হবে। এরপর আমাদের লম্বা অবসর আছে। আমরা বিশ্বের এক নম্বর টেস্ট দলের সাথে টেস্ট খেলতে যাচ্ছি। তাদের বিপক্ষে ভালো ফলাফল পেতে চাইলে সব বিভাগে শতভাগ ভালো পারফর্ম করতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। আমরা যে পরিকল্পনা করব, সেটাকে পুরোপুরিভাবে প্রয়োগ করতে হবে।’
টেস্ট ক্রিকেটে মিরপুরে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। এটা কি চিন্তার বিষয় হতে পারে? তামিম অবশ্য এভাবে দেখছেন না, ‘টেস্টে আমরা এখনো খুব বড় কিছু অর্জন করিনি। এ মাঠে হোক, বা অন্য যেকোনো মাঠেই হোক। কিন্তু এখন আমরা আগের চেয়ে ভালো খেলছি। প্রতিপক্ষের সাথে এখন আমরা লড়াই করতে পারি। প্রথম সেশনটা আমাদের খুব ভালো করতে হবে। পরে ওই ছন্দটা ধরে এগিয়ে যেতে হবে। তাহলে আশা করি এটা একটি ভালো টেস্ট ম্যাচ হবে।’ - See more at:
http://www.dailynayadiganta.com/detail/news/41612#sthash.Z8j0S1X5.dpuf