মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ছাড়ালো

Author Topic: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ছাড়ালো  (Read 1118 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ছাড়ালো




ঢাকা: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি ২২ লাখ ১৯ হাজার, যার মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী পাঁচ কোটিরও বেশি। আর মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি আট লাখ ৪৩ হাজারে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সর্বশেষ আগস্ট মাসের মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যার এ তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) প্রকাশিত বিটিআরসির হালনাগাদ তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা পাঁচ কোটি ৫০ লাখ ৪০ হাজার।

এই সময়ে বাংলালিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ২৮ লাখ ৭৯ হাজার, রবির দুই কোটি ৮৩ লাখ ১৬ হাজার, এয়ারটেলের ৯৩ লাখ ৯২ হাজার ও সিটিসেলের ১১ লাখ ৩৮ হাজার।

একমাত্র রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটকের গ্রাহক সংখ্যা হয়েছে ৪০ লাখ ৭৯ হাজার।

বিটিআরসির হিসাবে মোবাইলে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা পাঁচ কোটি সাত লাখ ৪৩ হাজার, আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহক ১৩ লাখ আট হাজার। আর ওয়াইম্যাক্স ইন্টারনেটের গ্রাহক এক লাখ ৬৮ হাজার।

বিটিআরসির তথ্যানুযায়ী, গত জুলাই মাস শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ছিলো ১২ কোটি ৮৭ লাখ। আর ইন্টারনেট গ্রাহক ছিল পাঁচ কেটি সাত লাখ সাত হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিলো চার কোটি ৯২ লাখ ৪১ হাজার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমআইএইচ/এএ

Offline omarsharif

  • Full Member
  • ***
  • Posts: 162
  • Everyday is a good day.
    • View Profile
increasing number of internet user is a good sign but we have to concentrate that how many of them use it effectively.