৮টি কারণে শরীরের পবিত্রতা নষ্ট হয়ে যায়

Author Topic: ৮টি কারণে শরীরের পবিত্রতা নষ্ট হয়ে যায়  (Read 1125 times)

Offline cmtanvir

  • Jr. Member
  • **
  • Posts: 75
    • View Profile
ইবাদত-বন্দেগীর প্রধান শর্ত হলো শরীরের পবিত্রতা। তবে অনেক সময় আমাদের শরীর নিজের অজান্তে অথবা যে কোনভাবে পবিত্রতা হারিয়ে ফেলে। তবে আমরা কি জানি, মূলত কি কি কারণে শরীরের পবিত্র নষ্ট হয়? আমরা যদি তা না জানি তাহলে পবিত্রতা অর্জন করব কিভাবে? এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- আততুহুরু শাতরুল ঈমান। অর্থ: পবিত্রতা ঈমানের অর্ধেক। (সহীহ মুসলিম) তাই পবিত্র থাকতে হলে অপবিত্রার বিষয়গুলো জানা দরকার। যা এমটি নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো- পবিত্রতা নষ্ট বা অযু ভঙ্গে কারণ ১. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মা ইয়াখরুযু মিনাস সাবিলাইন অর্থাৎ দুই পথ দিয়ে যা বের হয়। সুতরাং প্রাকৃতিক ও অপ্রাকৃতিক যাই বের হোক পবিত্রতা নষ্ট হবে। অযু ভেঙ্গে যাবে। ২. দেহের কোনো অংশ থেকে রক্ত, পুঁজ বের হয়ে যদি পবিত্র হওয়ার বিধান প্রযোজ্য হয়। অর্থাৎ গড়িয়ে পড়ে। ৩. মুখ ভর্তি বমি অর্থাৎ বেশি পরিমাণে বমি হলে। কিংবা নাক দিয়ে রক্ত প্রবাহিত হলে। ৪. ঘুমানো- চিৎ হয়ে; কাত হয়ে; হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সঙ্গে ঠেস দিয়ে ঘুমালে যা সরিয়ে ফেললে ঘুমন্ত ব্যক্তি পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দাঁড়িয়ে, বসে, রুকুতে বা সিজদায় যে ঘুমায়, তার ওপর অযু আবশ্যক নয়। পবিত্রতা অর্জন আবশ্যক হল তার যে পার্শ্বে ভর দিয়ে ঘুমায়; কেনন পার্শ্বের ওপর ভর দিয়ে ঘুমালে তার গ্রন্থি শিথিল হয়ে পড়ে। (তিরমিজি, আবু দাউদ) ৫. অজ্ঞান হওয়ার পর; এমন অজ্ঞান যাতে বোধ শক্তি লোপ পায়। কিংবা অপ্রকৃতিস্থতা। যা ঘুম বা নিদ্রার চেয়েও প্রবল। ৬. রুকু-সাজদা বিশিষ্ট নামাজে অট্ট হাসি; তবে জানাজা নামাজে, তিলাওয়াতে সিজদায় এবং নামাজের বাইরে হাসলে অযু নষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, শুনো তোমাদের কেউ অট্ট হাসি করিলে অযু ও নামাজ উভয়ই পুনরায় আদায় কর। (দারা কুতনি ও তাবরানি) ৭. পিছনের রাস্তা দিয়ে অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে কীট বের হলে পবিত্রতা অর্জন তথা অযু করতে হবে। তবে ক্ষতস্থান থেকে কীট বের হলে বা মাংসখণ্ড খসে পড়লে পবিত্রতা নষ্ট হবে না। ৮. ফোঁড়া বা ফোস্কার চামড়া তুলে ফেলার কারণে যদি পানি বা পুঁজ বের হয়ে  ফোঁড়া বা ফোস্কার মুখ অতিক্রম করে তাহলে পবিত্র নষ্ট হবে। ৬ অক্টোবর, ২০১৫
Tanvir Ahmed
Administrative Officer
Daffodil International University