সাপের কামড়ালে আতঙ্কিত হবেন না

Author Topic: সাপের কামড়ালে আতঙ্কিত হবেন না  (Read 796 times)

Offline akazad600

  • Newbie
  • *
  • Posts: 45
  • Test
    • View Profile
সাপের কথাটা শুনলেই অর্ধেক মানুষের হার্টবিট বন্ধ হয়ে যায়। আর সেখানে ছোবল মারলে তো আতঙ্কের চোটেই মরে যাবে। কিন্তু সেই সময় ঠিক কী কী করা উচিত সে সম্পর্কে অনেকেই জানেন না। তাই এবার দেখে নেয়া যাক সাপ ছোবল মারলে ঠিক কী করা উচিত আর কী উচিত নয়।

উচিত :

১. অ্যাম্বুলেন্স ডাকতে হবে সবার আগে।

২. ছোবলের শিকার যিনি হয়েছেন তাকে শান্ত করিয়ে একটা জায়গাতে বসাবেন। বেশি নড়াচড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।

৩. ক্ষতটি পানি দিয়ে পরিস্কার করবেন। কিন্তু সেখানে জোরে পানি ঢালবেন না।

৪. ক্ষত স্থানটিকে পরিস্কার কাপড় দিয়ে মুড়ে দেবেন।

অনুচিত :

১. ক্ষতস্থানে বরফ ঘষবেন না।

২. ক্ষতস্থানটিকে কাটবেন না, তাতে শিরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩. ক্ষতস্থান থেকে মুখে করে রক্ত বের করবেন না।

৪. আহত ব্যাক্তিকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবেন না।

৫. ছোবল মারার পর মদ খাবেন না, তাতে শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।

সূত্র : জি নিউজ http://www.dailynayadiganta.com/detail/news/62802