বায়োমেট্রিক পদ্ধতি শুরু হয়েছে সিম নিবন্ধন

Author Topic: বায়োমেট্রিক পদ্ধতি শুরু হয়েছে সিম নিবন্ধন  (Read 1283 times)

Offline sadiur Rahman

  • Full Member
  • ***
  • Posts: 199
  • Test
    • View Profile
সিম নিবন্ধনে মোবাইল ফোন অপারেটরগুলোর বায়োমেট্রিক পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার রাজধানীর গুলশানে গ্রামীণফোন, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক এবং মহাখালীতে সিটিসেলের কাস্টমার কেয়ার সেন্টারে বায়োমেট্রিক ব্যবহারের প্রস্তুতি দেখেন। এ সময় তিনি অপারেটরদের প্রতিনিধি ও গ্রাহকদের সথে কথা বলেন।

পরিদর্শনকালে তারানা জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে সিম নিবন্ধন শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। অপারেটরগুলো এর জন্য কেমন প্রস্তুতি নিয়েছে তা দেখছি।

পরিদর্শনে প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ মন্ত্রণালয় ও কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিম নিবন্ধনের নতুন এ নিয়ম অনুয়ায়ী, এখন থেকে কোনো গ্রাহক সিম কিনতে গেলে তাকে আঙ্গুলের ছাপ দিতে হবে। সেটি জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের সঙ্গে মিলে গেলেই কেবল সিমটি তিনি কিনতে পারবেন।

সিম নিবন্ধনে জাতীয় পরিচয়পত্রের নম্বরের ব্যবহারের পাশাপাশি নির্বাচন কমিশনের ডেটাবেজের সঙ্গে সংযুক্ত বায়োমেট্রিক পদ্ধতির প্রচলন করা বাধ্যতামূলক করেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এক মাস পরীক্ষামূলকভাবে চলার পর ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদ্ধতিটি চালু করা হবে। জানা গেছে, সব অপারেটর ইতিমধ্যে এ বিষয়ে প্রস্তুতি প্রায় শেষ করেছে।

এদিকে গত ৩ নভেম্বর জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজ ব্যবহার করতে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করেছে মোবাইল ফোন অপারেটরগুলো।

এর ফলে প্রতিটি সিম নিবন্ধনের সময় অপারেটরগুলো গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়ার পরীক্ষা করতে নির্বাচন কমিশনকে দুই টাকা করে দেবে।

এর আগে ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় টেলিটকের একটি সিম নিবন্ধনের মাধ্যমে এ পদ্ধতির উদ্বোধন করেন।

অপারেটর সূত্র জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে একই সঙ্গে পুন:নিবন্ধন এবং যাচাই-বাছাইয়ের কাজও করবে তারা। পুননিবন্ধ:নের জন্য তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত।


এর আগে প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন বর্তমানে কার্যকর দেশের ১৩ কোটি সিমের সবগুলোরই আবার পুন:নিবন্ধন করতে হবে। নিবন্ধনবিহীন ও ভুয়া পরিচয়ে সিমকার্ড ব্যবহার করে অপরাধ বন্ধে মূলত এ সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

সিম বিক্রির সঙ্গে যুক্ত ডিলার ও বিক্রেতাদেরও তালিকাও প্রথমবারের মতো করার সিদ্ধান্ত হয়েছে।
Source: http://rmbd24.com/internet/technology/3698
Shah Muhammad Sadiur Rahman
Coordination Officer
Department of Multimedia & Creative Technology (MCT)
Email:mctoffice@daffodilvarsity.edu.bd
Cell:01847140056(CP),Ext:160