যেভাবে ৬ দিনে কিডনি থেকে সরাবেন পাথর

Author Topic: যেভাবে ৬ দিনে কিডনি থেকে সরাবেন পাথর  (Read 1222 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
মূত্রথলিতে পাথর রোগে আজকাল অনেকে আক্রান্ত। মুত্রের রঙ গাঢ় হলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা অধিক বেড়ে যায়। এ ছাড়া ক্ষুদ্র স্বচ্ছ খনিজের কারণেও কিডনিতে পাথর হয়। কিডনির পাথরের আকারও একেক রকম হয়।

যন্ত্রণার পাশাপাশি এ রোগ বড় ধরনের মৃত্যুঝুঁকিতে ফেলে। অনেকে কাড়ি কাড়ি টাকা নিয়ে চিকিৎসকদের শরাণপন্ন হন। অস্ত্রোপচারের সময় অনেকে আবার মারাও যান। বড় ধরনের রোগও সৃষ্টি করে এটা। 

কিন্তু ছুরির তলায় যাওয়ার হাত থেকে বাঁচাতে কিডনি থেকে সহজে পাথর সরানোর উপায় বের করেছেন বিশেষজ্ঞরা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কার্যকরভাবে কিডনি থেকে অপসারণ করতে পারেন পাথর। সময় লাগবে মাত্র ছয়দিন। শুধু পাথরই নয়, বালি ও অন্যান্য বাহ্যিক পদার্থ কিডনি থেকে বের করার জন্যও এটা বেশ কার্যকরী পদ্ধতি।

কিন্তু কীভাবে?

১০০ মিলি লেমন জুস, সমপরিমাণ ভার্জিন অলিভওয়েল ও বিয়ার একটি বোতলে নিন। এরপর মিশানোর জন্য ভালো করে ঝাঁকুনি দিন। প্রত্যক সকালে ৫০ মিলি করে খালি পেটে খান। খাওয়ার আগে অবশ্যই বোতলটি ঝাঁকিয়ে নিন।

কিডনিতে যদি পাথর থাকে তাহলে খাওয়ার ৬দিনে এবং বালু থাকলে চারদিনে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে।

Source: http://www.poriborton.com/post/40449/
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar

Offline imran986

  • Sr. Member
  • ****
  • Posts: 375
  • If you don't try, Allah will not help you too
    • View Profile
Nice to know !
...........................
Md. Emran Hossain
Coordination Officer
Department of Nutrition and Food Engineering (NFE)
Daffodil International University