জয়হীন আর্জেন্টিনা, অস্বস্তিতে কলম্বিয়া

Author Topic: জয়হীন আর্জেন্টিনা, অস্বস্তিতে কলম্বিয়া  (Read 829 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
আক্রমণভাগের দুই দেশসেরা স্ট্রাইকার লিওনেল মেসি আর সার্জিও আগুয়েরোকে ছাড়াই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে গত বিশ্বকাপ এবং কোপা আমেরিকার রানার্সআপ আর্জেন্টিনা। এছাড়া কার্লোস তেভেজও ইনজুরির কবলে পড়ে ছিটকে গেছেন দল থেকে। ইনজুরি জর্জর আর্জেন্টিনাকে এবার বড় পরীক্ষা দিতে হবে গত বিশ্বকাপের চমক জাগানিয়া দল কলম্বিয়ার বিপক্ষে।

ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে তারকা স্ট্রাইকারদের অনুপস্থিতিতে আক্রমণভাগের দুশ্চিন্তায় থাকা আর্জেন্টিনা জয় পায়নি। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। মেসি-আগুয়েরো-তেভেজের অনুপস্থিতিতে হিগুয়েইন-ডি মারিয়াদের জ্বলে উঠতে দেখা যায়নি। ব্রাজিলের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে না পারা আর্জেন্টিনাকে একমাত্র গোলটি এনে দিয়েছিলেন ইজিকুয়েল লাভেজ্জি।

মার্টিনোর শিষ্যরা এবার কলম্বিয়া ম্যাচের দিকে তাকিয়ে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে প্রথম ম্যাচেই হারের লজ্জায় ডোবে আর্জেন্টাইনরা। ঘরের মাঠেই ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় মেসিবিহীন দলটি। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি ঘটে। আর সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ায় তিন ম্যাচ শেষেও জয়হীন দুইবারের বিশ্বচ্যাম্পিনরা।

এদিকে, ইনজুরি আর নিষেধাজ্ঞায় স্বস্তিতে নেই কলম্বিয়া। দলের অন্যতম সেরা তারকা অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবেন না। অ্যাঙ্কেল ইনজুরির কারণে ছিটকে পড়েছেন দেশের জার্সি গায়ে ৩৫ ম্যাচে ১০ গোল করা মার্টিনেজ। এছাড়া কলম্বিয়ান কোচ হোসে পেকারম্যান আর্জেন্টাইনদের বিপক্ষে দলে পাচ্ছেন না দুটি করে হলুদ কার্ড দেখায় তিন ম্যাচ নিষেধাজ্ঞা প্রাপ্ত কার্লোস সানচেজ এবং সান্তিয়াগো আরিয়াসকে।

ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে অষ্টম স্থানে রয়েছে তারা। পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে একটি করে জয়, হার ও ড্রয়ে পাঁচ নম্বরে থাকা কলম্বিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের চতুর্থ ম্যাচটি কলম্বিয়ার মাঠে খেলতে নামবে আগামী বুধবার রাতে।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
Bad performance. Hope they will come back very soon.
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University