বিসিএস পরীক্ষার প্রস্তুতি : রসায়ন বিজ্ঞান

Author Topic: বিসিএস পরীক্ষার প্রস্তুতি : রসায়ন বিজ্ঞান  (Read 1712 times)

Offline Md. Fouad Hossain Sarker

  • Sr. Member
  • ****
  • Posts: 424
  • FHS
    • View Profile
১। কার্বোহাইড্রেটে C.H.O-এর অনুপাত কত?
ক. ১:১:২ খ. ১:২:১
গ. ১:৩:২ ঘ. ১:৩:১

২। ইউরিয়া সারে সর্বাধিক কতভাগ নাইট্রোজেন থাকে?
ক. ৪০% খ. ৪৬% গ. ৫০% ঘ. ৫৫%

৩। টুথপেস্টের প্রধান উপাদান-
ক. জেলি ও মশলা
খ. ভোজ্যতেল ও সোডা
গ. সাবান ও পাউডার
ঘ. ফ্লোরাইড ও ক্লোরোফিল

৪। সাবান তৈরির প্রধান কাঁচামাল-
ক. গ্রিজ খ. চর্বি গ. নারকেল ঘ. সয়াবিন

৫। আঙ্গুর ফলে কোন এসিড বিদ্যমান?
ক. ফরমিক এসিড খ. সাইট্রিক এসিড
গ. অক্সালিক এসিড ঘ. টারটারিক এসিড

৬। কাগজের প্রধান রাসায়নিক উপাদান-
ক. সেলুলোজ খ. লিগনিন
গ. রেজিন ঘ. হেমিসেলুলোজ

৭। কার্বন ছাড়া আর কোন মৌলে ক্যাটেনেশন ধর্ম দেখা যায়?
ক. Al খ. Ga গ. I ঘ. Si

৮। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি?
ক. ইথেন খ. প্রোপেন
গ. ইথিলিন ঘ. আইসোপ্রোপেন

৯। আখের রসে চিনির শতকরা হার কত?
ক. ১৫%-২০% খ. ১০%-১৫%
গ. ১৫%-২২% ঘ. ২০%-২৫%

১০। কোনটি জীবাশ্ম জ্বালানি?
ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস
গ. তৈল ঘ. সবগুলো

১১। কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়?
ক. রেনিয়াম খ. প্যারাফিন
গ. ক্লোরিন ঘ. আয়োডিন

১২। রাস্তা বা ছাদের আবরণ হিসেবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি করা হয়?
ক. বালি খ. চুনাপাথর
গ. পেট্রোলিয়ামের অবশেষ ঘ. অ্যামোনিয়ার কালো লিকার

১৩। প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমাণে থাকে?
ক. ৪০-৫০ ভাগ খ. ৬০-৭০ ভাগ
গ. ৮০-৯০ ভাগ ঘ. ১০০-১১০ ভাগ

১৪। সিএনজিচালিত ইঞ্জিনে জ্বালানি ব্যবহার করা হয়-
ক. ডিজেল খ. মিথেন গ. পেট্রল ঘ. ইথেন

১৫। গাড়ির টায়ার প্রস্তুতে কোনটি ব্যবহৃত হয়?
ক. প্লাস্টিক খ. পলিথিন গ
গ. রেয়ন ঘ. সেলুলোজ

১৬। হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ?
ক. স্বর্ণ খ. সিলিকন গ. প্লাটিনাম ঘ. কার্বন

১৭। কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে?
ক. গ্রাফাইট খ. সালফার গ. ফসফরাস ঘ. সিলিকন

১৮। কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক. গ্লিসারিন খ. সোডিয়াম ক্লোরাইড
গ. ফিটকিরি ঘ. ক্যালসিয়াম কার্বনেট

১৯। জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে তৈরি?
ক. কার্বনেট খ. সালফেট
গ. ফসফেট ঘ. নাইট্রেট

২০। কার্বন সবচেয়ে বেশি কোন কয়লায়?
ক. লিগনাইট খ. বিটুমিনাস
গ. অ্যানথ্রাসাইট ঘ. পিট

উত্তর : ১। খ, ২। খ, ৩। গ, ৪। খ, ৫। ঘ, ৬। ক, ৭। ঘ, ৮। গ, ৯। ক, ১০। ঘ, ১১। খ, ১২। গ, ১৩। গ, ১৪। খ, ১৫। গ, ১৬। ঘ, ১৭। ক, ১৮। ঘ, ১৯। ক, ২০। গ।

গ্রন্থনা : হুমায়রা বেগম - See more at: http://www.jugantor.com/tutorial/2015/11/22/11647#sthash.Q6iTnZvk.dpuf
Md. Fouad Hossain Sarker
Assistant Professor and Head
Department of Development Studies
Faculty of Humanities and Social Sciences
Daffodil International University
Dhaka-1207

Offline sisyphus

  • Sr. Member
  • ****
  • Posts: 424
  • RAM
    • View Profile
Very helpful post. Thanks heaps for sharing
Mr. Rafi Al Mahmud
Sr. Lecturer
Department of Development Studies
Daffodil International University