পৃথিবীর এমন অনেক রহস্য আছে, যা আজো অজানা। তেমনি এক রহস্যের কথা জানাবো আজ। বিশ্বের সবচেয়ে নির্জন জায়গাগুলোর মধ্যে একটি ব্যুভেট দ্বীপ। অ্যান্টার্কটিকা মহাদেশে হওয়ায় মানব সমাজ থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ।
দ্বীপটির দূরত্ব অ্যান্টার্কটিকার ভূমি থেকে ১৭০০ কিলোমিটারেরও বেশি। এই দ্বীপে কখনো মানুষের পা পড়েনি। কোনো মানুষ এখানে বসবাসও করেনি, কারণ এই স্থানটি গাছ গজানোর অনুপযোগী। তাই এ দ্বীপ দূর্গম।
কিন্তু ১৯৬৪ সালে ব্রিটিশ অভিযাত্রী দল প্রথম ওই দ্বীপে পা ফেলে। আশ্চর্যজনক বিষয় হলো তারা যখন এখানে আসেন, তখন এই দ্বীপে তারা একটি লাইফবোট দেখতে পান।
শুধু তাই নয় ওই লাইফবোটটি বেশ ভালো অবস্থায় ছিলো। এর আশেপাশে ছিল কাঠ, ড্রাম ইত্যাদি। কিন্তু অনেক খুঁজেও অভিযাত্রী দলটি দ্বীপে বা তার আশেপাশে কোনো মানুষের সন্ধান বা চিহ্ন পায়নি।
আরও আশ্চর্য ব্যাপার হলো পরবর্তীতে আরেক দল অভিযাত্রী সেখানে গেলে দেখা সেই লাইফবোট বা এর সঙ্গের অন্যান্য জিনিসপত্রের কোনো হদিস পাননি। আজও কেউ জানে না, ওই লাইফবোট কীভাবে সেখানে গিয়েছিলো, কারা সেখানে ছিলো। এর রহস্য আজও অজানা।
Source:campuslive24.com