য়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) অ্যাড-ব্লক ব্যবহার করেন এমন অনেক ইয়াহু মেইল ব্যবহারকারী সাম্প্রতিক সময়ে ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। বিষয়টি ইয়াহু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে ইয়াহু মেইল ব্যবহার করছেন এমন অনেকেই অভিযোগ করেছেন, মেইল দেখার ক্ষেত্রে অনেকেই একটি বার্তা পাচ্ছেন। সেখানে লেখা আছে ইনবক্স ব্যবহার করতে চাইলে শুরুতে অ্যাড-ব্লকার সফটওয়্যারটি বাদ দিন। অবশ্য ইয়াহু জানিয়েছে, নতুন পণ্য ব্যবহারের অভিজ্ঞতার অংশ হিসেবে কিছু ব্যবহারকারী এ ধরনের সমস্যায় পড়ছেন। এর মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্রের।
অ্যাড-ব্লকিং ফোরামের এক সদস্য জানিয়েছেন, বিষয়টি তাঁরা জেনেছেন। অ্যাড-ব্লক ব্যবহারের ক্ষেত্রে যাতে বাধা দেওয়া না হয়, সে বিষয়টি নিশ্চিত করার দাবিও তাঁদের। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই বিজ্ঞাপন বন্ধ করার এমন সফটওয়্যারের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে।
source:http://www.prothom-alo.com/technology