Cancer drugs from a patient's body

Author Topic: Cancer drugs from a patient's body  (Read 1678 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
Cancer drugs from a patient's body
« on: February 18, 2016, 07:51:51 PM »


ক্যান্সার চিকিৎসায় চমকপ্রদ এবং একই সঙ্গে আশাপ্রদ এক পদ্ধতির দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাণঘাতী ক্যান্সারের চিকিৎসায় নতুন এ পদ্ধতি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে প্রত্যাশা করছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের সম্মেলনে গত সোমবার সংশ্লিষ্ট বিজ্ঞানীরা তাঁদের গবেষণার ফলাফল তুলে ধরেন। তাঁরা জানান, সবচেয়ে আশাপ্রদ ফল পাওয়া গেছে লিউকেমিয়াসহ বিভিন্ন ধরনের ‘লিকুইড’ ক্যান্সারের ক্ষেত্রে। রোগীর দেহ থেকে রোগপ্রতিরোধী কোষ টি-সেল সরিয়ে নিয়ে তাতে জিনগত পরিবর্তন ঘটানো হয়। এরপর গবেষণাগারে কৃত্রিম উপায়ে ওই পরিবর্তিত টি-সেলের সংখ্যা বাড়িয়ে লাখো কোটিতে নেওয়া হয়। এরপর সেগুলো ওই রোগীর দেহেই প্রয়োগ করা হয়, যা ক্যান্সার কোষগুলো মেরে ফেলে।

মিলানের স্যান রাফায়েল সায়েন্টিফিক ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, পরিবর্তিত টি-সেলগুলো রোগীর শরীরে ১৪ বছর পর্যন্ত টিকে ছিল। সব রোগীর ক্ষেত্রে এটা সম্ভব হলে টি-সেলগুলো ক্যান্সারের টিকা হিসেবে কাজে লাগানো যাবে। সিয়াটলের ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের গবেষণায় ৯৪ শতাংশ লিউকেমিয়া রোগীর ক্ষেত্রে ক্যান্সার পুরোপুরি নির্মূল করা গেছে। অন্যান্য ব্লাড ক্যান্সারের রোগীর ক্ষেত্রে ৮০ শতাংশ সাফল্য পাওয়া গেছে।

এসব গবেষণা সম্পর্কে ড. কিয়ারা বোনিনি বলেন, ‘সত্যিই একটা বিপ্লব হয়ে গেছে।’ টি-সেলকে তিনি ‘জীবন্ত ওষুধ’ হিসেবে অভিহিত করেন। ক্যান্সার চিকিৎসায় এ পদ্ধতি শিগগির সহজলভ্য হবে বলে তিনি আশা করছেন। তবে ব্লাড ক্যান্সার বাদে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে এ পদ্ধতির প্রয়োগ কঠিন হবে বলে জানান বিজ্ঞানীরা। কারণ খানিকটা শক্ত অবস্থায় থাকা টিউমারের ভেতর টি-সেল প্রবেশ করানোটা কঠিন। সেই সঙ্গে খরচের প্রশ্নও আছে। কারণ রোগীর নিজের শরীর থেকেই টি-সেল সংগ্রহ করা হয়। তা ছাড়া কোনো ক্ষেত্রে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাও আছে। তার পরও সব মিলিয়ে বিজ্ঞানীরা সাম্প্রতি এ পদ্ধতির সাফল্যের ব্যাপারে ভীষণ আশাবাদী। সূত্র : ডেইলি মেইল।

Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2016/02/18/326269#sthash.n83X9s3u.dpuf
« Last Edit: March 05, 2016, 04:46:58 PM by rumman »
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar