ইনানী বীচ

Author Topic: ইনানী বীচ  (Read 894 times)

Offline Shakil Ahmad

  • Sr. Member
  • ****
  • Posts: 374
  • Test
    • View Profile
ইনানী বীচ
« on: March 09, 2016, 11:10:04 PM »

যেভাবে যাবেন:ঢাকা থেকে কক্সবাজার এর গাড়ীতে কলাতলি মোড় এখন নন এসি বাসে যেমন হানিফ, শ্যামলি,ইউনিক ইত্যাদি বাসে ৮০০ নেবে, ঐখান থেকে সিনজি, জীপ অথবা ইজিবাইকে করে যেতে পারেন।জীপে ১০০০ /১২০০ নেবে সাথে আসার সময় হিমছরি ও যোরে আসবেন জীপ প্রথমে ২০০০ বা আরও বেশি চাইবে দামাদামি করে নিবেন ১০০০ বা ১২০০ এর বেশি দিয়ে নেবেন না, ইজিবাইক পুরোটা নিবে ৬০০ বা ৬৫০ সর্বোচ্চ নিবে আমি ইজিবাইকে করে গত শুক্রবার ঘুরে আসলাম লাবনী বীচ থেকে ইজিবাইক নিয়েছিলাম মাত্র ৫০০ টাকা দিয়ে হয়ত অনেকে বিশ্বাস করবেন না, ড্রাইভার আমাকে ইনানীতে ১ ঘন্টা সময় দিছিল আর হিমছরিতে ১ ঘন্টা, আর সিনজি ইজিবাইকের চাইতে বেশি নিবে চাইবে প্রথমে বেশি কিন্তু দামাদামি করে নিবেন তাহলে ৮০০ এর মত নিবে আমার মতে সিনজি না নিয়ে ইজিবাইকে যাওয়া ভাল আর লোক বেশি হলে জীপে যাবেন