হিমালয়কন্যা পঞ্চগড়

Author Topic: হিমালয়কন্যা পঞ্চগড়  (Read 1184 times)

Offline Shakil Ahmad

  • Sr. Member
  • ****
  • Posts: 374
  • Test
    • View Profile
হিমালয়কন্যা পঞ্চগড়
« on: March 09, 2016, 11:17:08 PM »

গতকাল পঞ্চগড় থেকে হিমালয় দেখা সম্পর্কিত পোস্ট এ দেখলাম অনেকেই বিশ্বাস করতে পারেন নি যে পঞ্চগড় থেকে এভাবে হিমালয় দেখা যায় । জি এভাবেই দেখা যায় ।এই ছবি ২০১৩ সালে তুলেছি পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে। বাস্তবে দেখলে মনে হবে যেন কয়েক কিলো হাঁটলেই উঠে পরবেন পৃথিবীর পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালায় ।

মুসলিম ,পুন্ড্র, গুপ্ত, পাল, সেন শাসনামলের হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ সর্ব উত্তরের জেলা পঞ্চগড় । শীতপ্রবণ এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । বাংলাদেশের একমাত্র পঞ্চগড় থেকে এভাবে দেখতে পাবেন হিমালয়ের দ্বিতীয় উচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা । শরতের মাঝামাঝি জেলার যেকোন ফাকা মাঠে দাড়িয়ে দেখতে পাবেন হিমালয় এমনকি শহরের বিল্ডিং এর ফাকেও দেখা যায় হিমালয় । হিমালয় কন্যা বলে কথা । হিমালয় দেখার সবচেয়ে ভালো সময় অক্টোবর -নভেম্বর এর মাঝামাঝি । এ সময় সুর্য আনুভূমিক ভাবে দক্ষিনে বেশি হেলে পরে যা বছরের অন্য সময় হয় না ফলে সূর্যের আলো হিমালয়ের চুড়ায় প্রতিফলিত হয় ফলে দেখা যায় হিমালয় । আর বছরের অন্য সময়ে দেখা যায় না । তাই হিমালয় দর্শন করতে হলে আপনাকে আসতে হবে যথা সময়ে । যদিও তা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে । গত বছর দেখা যায়নি বললেই চলে ।

হিমালয় ছাড়াও পঞ্চগড় এ দর্শনীয় স্থানের অভাব নেই আছে প্রায় ৪০০ বছর পুরনো মোঘল স্থাপত্য মির্জাপুর শাহী মসজিদ, ১৫০০ বছর আগে খনন করা মহারাজার দিঘী দেশের অন্যতম বৃহৎ প্রত্নতত্ত্ব নির্দশন ভিতরগর দূর্গনগরী ।

জেলার তেতুলিয়া উপজিলার উপর দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী । নদীর তীরে অবস্থিত তেতুলিয়া ডাকবাংলো , নদীর অপারেই ভারত সীমান্ত । ডাকবাংলোয় বসে উপভোগ করতে পারবেন মহানন্দার রূপ ! নদী থেকে পাথর তোলার দৃশ্য আর রাতে সীমান্তে লাইটে মহানন্দা হয়ে উঠে আরো মোহনীয় মায়াময় । এখানকার পানি এত স্বচ্ছ যে মিনারেল ওয়াটার কেও হার মানায় কারন ভূগর্ভে রয়েছে পাথর যা এই এলাকার অর্থনীতির চাকা সচল রেখেছে ।
এছাড়া রয়েছে প্রশস্ত এশিয়ান হাইওয়ে , রক মিউজিয়াম , করতোয়া সেতু , সমতল ভুমির চা বাগান ।

এত সব কিছুর ভিড়ে পঞ্চগড়ের সেরা আরেকটি আকর্ষণ হল একটি পাখি । মহাবিপন্ন শেখফরিদ !! বাংলাদেশের হাতে গোনা কয়েকটি শেখ ফরিদ বাস করে শুধু মাত্র তেতুলিয়ায় । বাংলাদেশে আর কোথাও দেখা যাবেনা শেখ ফরিদ । শুধু বাংলাদেশেই নয় পৃথিবী জুড়েই বিপন্ন এই পাখি । তেতুলিয়ার কাজীপারা মে-জুলাই তাদের প্রজনন মৌসুমে দেখা যায় শেখফরিদ । যদিও দেখা এত সহজ নয় । আমি ৫ দিন সেখানে অপেক্ষা করে দেখছিলাম ২ বার ছবি তুলতে পেরেছি একবার ।

ঢাকা থেকে পঞ্চগড় প্রায় ৪৭৫ কিলোমিটার যা বাংলাদেশের সবচেয়ে বড় রুট । শ্যামলী / আসাদগেট / কল্যাণপুর থেকে সব ভালো গাড়ীই আসে পঞ্চগড় , হানিফ নাবিলের এসি সার্ভিস ও রয়েছে । পঞ্চগড় শহর রে রয়েছে একাধিক হোটেল ও রেস্ট হাউজ । তারমধ্যে সেন্ট্রাল গেস্ট হাউজ অনেক ভালো সার্ভিস দেয় । তেতুলিয়াতেও অবস্থান করতে পারেন রয়েছে ডাকবাংলো ও সীমান্তের পাড় আবাসিক হোটেল ।