ধরা-ছোঁয়ার বাইরে রেকর্ড নিতে চান তামিম

Author Topic: ধরা-ছোঁয়ার বাইরে রেকর্ড নিতে চান তামিম  (Read 752 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই দেশের হয়ে সর্বোচ্চ রান তামিমের। তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও তারই। বাঁহাতি এই ব্যাটসম্যানই তিন ধরনের ক্রিকেটে শতক করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার।

রোববার ওমানের বিপক্ষে শতক করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের তিন অঙ্কের ইনিংস না থাকার আক্ষেপ দূর করেন তামিম।

ওমানকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫৪ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার টেনে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, দেশের হয়ে রেকর্ড গড়ে যেতে চান তিনি।

“আমি দেশের হয়ে যত দিনই খেলি, ৫-৬ বা ৮ বছর, নিজের রেকর্ড এমন উচ্চতায় নিয়ে যেতে হয় যেন কেউ সহজে ভাঙতে না পারে। স্বাভাবিকভাবেই রেকর্ড ভাঙবেই। সব রেকর্ডই একদিন না একদিন ভাঙে। আমি এমন রেকর্ড গড়ে যেতে চাই যেন একজনের এই রেকর্ড ভাঙতে অনেক কষ্ট করা লাগে।