গরমেও সুস্থ শিশু

Author Topic: গরমেও সুস্থ শিশু  (Read 1167 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
গরমেও সুস্থ শিশু
« on: April 24, 2016, 02:11:12 PM »
তীব্র গরমে জীবন অতিষ্ট। এই গরমে ছেলে বুড়ো সবার অবস্থাই খারাপ। বৃষ্টিও হচ্ছে না, তাই গরম কমছে না। এসময়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমাদের পরিবারের ছোট্ট সোনামণি। গরমে ঘেমে শিশুদের ঠাণ্ডা লেগে যায়। শরীরে অনেক সময় র‌্যাশ বের হয়, ঘামাচি হয়। শিশুদের কিছু অসুস্থতার সাথে তাদের মেজাজও খিটটিটে হয়ে যায়। গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন।

জেনে নিন সোনামণিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় কিছু পরামর্শ:

•    শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
•    নিয়মিত সাবান দিয়ে গোসল করান 
•    গোসলের পর শিশুর শরীর ভালো করে মুছে পাউডার দিন
•    শিশু ঘামাচির উপদ্রব থেকে মুক্তি পাবে
•    গরমে শিশুর খাবার নির্বাচনে সচেতন হতে হবে। শিশুকে পুষ্টিকর এবং শরীরকে ঠাণ্ডা রাখে এমন খাবার দিতে হবে
•    অন্যান্য খাবারের সঙ্গে গরমে শিশুকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস পান করান
•    দুঃসহ গরমে শিশুর দুর্বলতা কাটাতে মাঝে মাঝে খাওয়ার স্যালাইন দিন
•    সুতি পাতলা কাপড়ের নরম পোশাক পরান
•    বাইরের গরমে শিশুকে যতোটা সম্ভব কম বের করুন
•    তাকে ধুলাবালি থেকে দূরে রাখুন
•    শিশু ঘেমে গেলে তার ঘাম মুছে দিতে হবে
•    শরীরে ঘাম শুকিয়ে গেলে শিশুর ঠাণ্ডা লেগে জ্বর হতে পারে
•    অনেক সময় জ্বর অল্পদিনে এমনিতেই সেরে যায়
•    কিন্তু বেশি দিন গড়ালে বিশেষজ্ঞের পরামর্শ মতো ব্যবস্থা নিন   
•    গরমের সময় শিশুর চুল ছোট করে ছেঁটে রাখুন
•    বড় চুল শুকাতে সময় লাগে, আর ঘামও বেশি হয়   
•    শিশুর যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে
•    ঘরে ফ্যান বা এসির তাপমাত্রা শিশু যতটায় স্বত্তি বোধ করে অতটুকুই রাখুন।                     
   
শিশুর যত্ন নিন। শিশুর অসুস্থতার দুঃচিন্তামুক্ত থাকুন।
 http://www.banglanews24.com/lifestyle/news/483756/%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%87%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd