যে কাজগুলো কখনোই সন্তানের সাথে করা উচিত নয়

Author Topic: যে কাজগুলো কখনোই সন্তানের সাথে করা উচিত নয়  (Read 1322 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
আপনার সন্তান সেসব জিনিসই শিখবে যা আপনার বা তার চারপাশের পরিবেশ থেকে দেখে সে শিখবে। তাই সন্তানের ব্যপারে প্রথম থেকেই সচেতন থাকতে হবে অভিভাবকদের যাতে কোন খারাপ বা বিরুপ আচরণের প্রভাব শিশুর উপর না পরে। আপনার আচার-আচরণ, কথা বলার ভঙ্গি, কাজকর্ম সবকিছুই শিশুমনে জায়গা দখল করে নেয়, আর তা থেকেই তার ভবিষ্যৎ কাজকর্মের গতি প্রকৃতি নির্ধারিত হয়। আজ আমরা আলোকপাত করছি এমন ছয়টি বিষয়ে যা কখনোই সন্তানের সামনে করা উচিৎ নয়।জেনে নিন বিষয়গুলো আর সাবধান হোনঃ
সন্তানের সামনে কখনোই কোন বিষয়ে মিথ্যাচার করবেন নাহ। এতে শিশুমন ভেবে নিতেই পারে যে মিথ্যা বলা দোষের কিছু নয়। আর ভবিষ্যতেও তার মিথ্যা বলার প্রবনতা তৈরী হতে পারে।
শৈশবকালে একটি শিশু না বুঝেই যা খুশি তা করতে পারে, কিংবা আন্যায় আবদার করতে পারে। কিন্তু এই অন্যায় আবদার বা তাকে সবসময় ‘হ্যা’ বলা সন্তানের ভবিষ্যত জীবনে বড় সমস্যার কারণ হতে পারে। তাই অন্যায় আবদারে না বলে তাকে বুঝিয়ে দিতে হবে সে যা করছে তা ঠিক নয়।
‘তুমি কিচ্ছু পারোনা’, ‘তুমি ভালো ছেলে/মেয়ে নও’ এ ধরনের কথা বা সন্তানকে হেয় করার মতো কাজ কখনোই করা যাবেনা। এতে শিশুর কোমন মনে হীনমন্যতা দানা বাঁধতে পারে।
কোন মানুষই পৃথিবীতে সব গুণ নিয়ে আসেনা। প্রত্যেকের রয়েছে আলাদা স্বকীয়তা, ভিন্নতা। তাই সন্তানকে কখনোই তার সমবয়সী বা অন্য কারো সাথে তুলনা করবেননা। এতে ধীরে ধীরে আপনার সন্তানের আত্মবিশ্বাস হারানোর জন্য আপনিই দায়ী থাকবেন।
আপনার সন্তানের সাথে কখনোই খুব খারাপভাবে কারো সমালোচনা করবেন না। এতে আপনার সন্তানের মাঝে এই ব্যপারটি চলে আসতে পারে। আর সমালোচনা করলেও খেয়াল রাখা উচিৎ তা যেন কোন গঠনমূলক কাজেই হয়ে থাকে।
সন্তানের সামনে কখনোই কোন ধরনের অশোভন কাজ করবেন না। এতে তার ভেতরও এই ধরনের কাজ করার প্রবণতা তৈরী হবে।
আপনার সন্তান যেখানেই যাক না কেনো সে আপনার প্রতিচ্ছবিই বহন করে। তাই এমন কিছু সন্তানের সামনে করার ব্যপারে খেয়াল থাকবেন যাতে ভবিষতে আপনার মাথা হেট না হয়।


http://www.hatihatipa.com/2015/04/16/1929/
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd

Offline Umme Salma Panna

  • Full Member
  • ***
  • Posts: 140
  • Test
    • View Profile
Every parents should follow this article for their children s welfare.