বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্তিমত্তার কথা জানিয়ে রাখলো ২৩ বছর ধরে অপেক্ষায় থাকা আর্জেন্টিনা।
ভাগ্য পাশে থাকলে যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। মেসির বদলে খেলতে নামা নিকোলাস গাইতানের হেডে বল গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে ফাঁকি দিলেও ফিরে ক্রসবার কাঁপিয়ে।২৩তম মিনিটে দি মারিয়ার কর্নার থেকে রোহোর হেড লক্ষ্যে থাকেনি।
আধ ঘণ্টার মাথায় প্রথমার্ধে নিজেদের সবচেয়ে ভালো সুযোগটা পায় চিলি। ডি-বক্সের বাইরে থেকে আলেক্সিস সানচেসের জোরালো শট নিচু হয়ে এক হাতে ঠেকান গোলরক্ষক সের্হিও রোমেরো।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বানেগার বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে পরক্ষণেই বাঁ পায়ের শটে ব্রাভোকে পরাস্ত করেন পিএসজির তারকা মিডফিল্ডার দি মারিয়া।
৫৯তম মিনিটে প্রায় একই রকম আরেকটি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এবার ভূমিকা বদল দি মারিয়া আর বানেগার। ডি-বক্সে দি মারিয়ার বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান বানেগা। ডিফেন্ডার মাউরিসিও ইসলার পা লেগে বল খানিকটা দিক পাল্টানোয় ধোঁকা খেয়েছিলেন ব্রাভো।
৬৬তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে হিগুয়াইনের মাটি কামড়ানো শট পা বাড়িয়ে ঠেকান ব্রাভো। ৮৬ তম মিনিটে রোহোর হেড আবারও পোস্টের বাইরে দিয়ে যায়।
যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সান্ত্বনার গোলটি পায় চিলি। ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান কমান হোসে পেদ্রো ফুয়েনসালিদা। গোলরক্ষক রোমেরো এগিয়ে বিপদমুক্ত করতে আসায় গোল ছিল ফাঁকা। এর পরপরই বাজে খেলা শেষের বাঁশি।