চায়না আপডেট হতে হতে আজ কোথায় এসে দাড়িয়েছে

Author Topic: চায়না আপডেট হতে হতে আজ কোথায় এসে দাড়িয়েছে  (Read 1385 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
চায়না আপডেট হতে হতে আজ কোথায় এসে দাড়িয়েছে। সংস্কারের ছোয়া যে ভাবে এলো। চীনের অর্থনৈতিক শক্তির প্রধান হাতিয়ার ছিলো ব্যক্তিগত চাষ, জনপদ এবং গ্রামের উদ্যোগের, শহরে বেসরকারী ব্যবসা, এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রথম দশকে এ সব হয়। চীনের এটাই ছিলো সংস্করনের প্রথম দশকে বানিজ্যিক এবং মাকের্ট এর (entrepreneurship and market forces) প্রান্তিক বিপ্লব।চীনে দুই দশকে ভিলেজ এন্টারপ্রাইজ অর্থনীতিতে সবচেয়ে গতিশীল খাত হিসেবে নাম লিখায়। চীন সরকার তাদের মন্দার সময় প্রায় একযুগ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছিলো, আর বাংলাদেশে একটি পর একটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে ( এখন বর্তমানে ১৩২ টি , ৩৭টি পাবলিক + ৯২ টি প্রাইভেট + ৩ টি বিশেষায়িত), প্রতিনিয়ত গড়ে উঠছে বেকার বানানোর কারখানা। আর সেই সব কারখানায় পড়ানো হচ্ছে , ট্রেডিশনাল সিস্টেম এ যা হয় আর কি? । চাকরী করে দেশের উন্নতি হয় না, আমাদের অনেক উদ্যোক্তা প্রয়োজন। তাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পদক্ষেপ এখনি দায়িত্ববান লোক জন কে নিতে হবে।