জেলাভিত্তিক নদ-নদী - ঢাকাবিভাগ

Author Topic: জেলাভিত্তিক নদ-নদী - ঢাকাবিভাগ  (Read 1279 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
জেলা           নদ-নদী
   
ঢাকা           বুড়ীগঙ্গা, শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, বালু।         
মুন্সীগঞ্জ   ধলেশ্বর, পদ্মা, মেঘনা।         
নারায়নগঞ্জ   মেঘনা, ধলেশ্বরী,শীতলক্ষা।         
নরসিংদী   মেঘনা, শীতলক্ষা।         
মানিকগঞ্জ   পদ্মা, যমুনা, ধলেশ্বরী।   
গাজীপুর   তুরাগ, বানার, বালু।         
ময়মনসিংহ   ব্রহ্মপুত্র, বানার, ধলেশ্বরী         
কিশোরগঞ্জ   ব্রহ্মপুত্র, ধনু, মেঘনা, বাউলাই, কালনী, ধলেশ্বরী।         
জামালপুর   ব্রহ্মপুত্র, যমুনা, বানার।         
শেরপুর   কংশ নদী।                  
টাঙ্গাইল   যমুনা, ধলেশ্বরী, বংশী।         
নেত্রকোনা   কংশ, বাউলাই, গোমেশ্বরী, মুগর।         
ফরিদপুর   মধুমতি, কুমার, পদ্মা, আড়িয়াল খাঁ।         
শরিয়তপুর   পদ্মা, মেঘনা,পালং         
গোপালগঞ্জ   মধুমতি         
রাজবাড়ী   পদ্মা।   
মাদারীপুর   পদ্মা, মেঘনা।         
      
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University

Offline myforum2015

  • Full Member
  • ***
  • Posts: 218
  • সমস্ত কিছুর নিয়ন্ত্রন এক আল্লাহ্ তায়ালারই
    • View Profile
Good job!
Solaiman Hoque
Lecturer (Mathematics)
Dept. of NS
solaiman.ns@diu.edu.bd