বিদ্যাসাগর রচিত গ্রন্থাবলিঃ 2nd part

Author Topic: বিদ্যাসাগর রচিত গ্রন্থাবলিঃ 2nd part  (Read 7102 times)

Offline Shakil Ahmad

  • Sr. Member
  • ****
  • Posts: 374
  • Test
    • View Profile
বিদ্যাসাগর রচিত গ্রন্থাবলিঃ
শিক্ষামূলক গ্রন্থঃ
বর্ণপরিচয় (১ম ও ২য় ভাগ ; ১৮৫৫)
ঋজুপাঠ (১ম, ২য় ও ৩য় ভাগ ; ১৮৫১-৫২)
সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা (১৮৫১)
ব্যাকরণ কৌমুদী (১৮৫৩)
অনুবাদ গ্রন্থঃ
হিন্দি থেকে বাংলাঃ
বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭ ; লল্লুলাল কৃত বেতাল পচ্চীসী অবলম্বনে)
সংস্কৃত থেকে বাংলাঃ
শকুন্তলা (ডিসেম্বর, ১৮৫৪ ; কালিদাসের অভিজ্ঞানশকুন্তলম্ অবলম্বনে)
সীতার বনবাস (১৮৬০ ; ভবভূতির উত্তর রামচরিত ও বাল্মীকি রামায়ণ-এর উত্তরাকান্ড অবলম্বনে)
মহাভারতের উপক্রমণিকা (১৮৬০ ; ব্যাসদেব মূল মহাভারত-এর উপক্রমণিকা অংশ অবলম্বনে)
বামনাখ্যানম্ (১৮৭৩ ; মধুসূদন তর্কপঞ্চানন রচিত ১১৭টি শ্লোকের অনুবাদ)
ইংরেজি থেকে বাংলাঃ
বাঙ্গালার ইতিহাস (১৮৪৮ ; মার্শম্যান কৃত হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে রচিত)
জীবনচরিত (১৮৪৯ ; চেম্বার্সের বায়োগ্রাফিজ অবলম্বনে রচিত)
নীতিবোধ (প্রথম সাতটি প্রস্তাব – ১৮৫১ ; রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত)
বোধোদয় (১৮৫১ ; চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত)
কথামালা (১৮৫৬ ; ঈশপস ফেবলস অবলম্বনে রচিত)
চরিতাবলী (১৮৫৭ ; বিভিন্ন ইংরেজি গ্রন্থ ও পত্রপত্রিকা অবলম্বনে রচিত)
ভ্রান্তিবিলাস (১৮৬১ ; শেক্সপিয়রের কমেডি অফ এররস অবলম্বনে রচিত)
ইংরেজি গ্রন্থঃ
পোয়েটিক্যাল সিলেকশনস্
সিলেকশনস্ ফ্রম গোল্ডস্মিথ
সিলেকশনস্ ফ্রম ইংলিশ লিটারেচার
মৌলিক গ্রন্থঃ
সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব (১৮৫৩)
বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (১৮৫৫)
বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (১৮৭১)
অতি অল্প হইল (১৮৭৩)
আবার অতি অল্প হইল (১৮৭৩)
ব্রজবিলাস (১৮৮৪)
রত্নপরীক্ষা (১৮৮৬)
প্রভাবতী সম্ভাষণ (সম্ববত ১৮৬৩)
জীবন-চরিত (১৮৯১ ; মরণোত্তর প্রকাশিত)
শব্দমঞ্জরী (১৮৬৪)
নিষ্কৃতি লাভের প্রয়াস (১৮৮৮)
ভূগোল খগোল বর্ণনম্ (১৮৯১ ; মরণোত্তর প্রকাশিত)
সম্পাদিত গ্রন্থঃ
অন্নদামঙ্গল (১৮৪৭)
কিরাতার্জ্জুনীয়ম্ (১৮৫৩)
সর্বদর্শনসংগ্রহ (১৮৫৩-৫৮)
শিশুপালবধ (১৮৫৩)
কুমারসম্ভবম্ (১৮৬২)
কাদম্বরী (১৮৬২)
বাল্মীকি রামায়ণ (১৮৬২)
রঘুবংশম্ (১৮৫৩)
মেঘদূতম্ (১৮৬৯)
উত্তরচরিতম্ (১৮৭২)
অভিজ্ঞানশকুন্তলম্ (১৮৭১)
হর্ষচরিতম্ (১৮৮৩)
পদ্যসংগ্রহ প্রথম ভাগ (১৮৮৮ ; কৃত্তিবাসি রামায়ণ থেকে সংকলিত)
পদ্যসংগ্রহ দ্বিতীয় ভাগ (১৮৯০ ; রায়গুণাকর ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল থেকে সংকলিত)
গ্রন্থপঞ্জিঃ
অঞ্জলি বসু (সম্পাদিত) ; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : সংসদ বাঙালি চরিতাভিধান, সাহিত্য সংসদ, কলকাতা, ১৯৭৬
অমরেন্দ্রকুমার ঘোষ ; যুগপুরুষ বিদ্যাসাগর : তুলিকলম, কলকাতা, ১৯৭৩
অমূল্যকৃষ্ণ ঘোষ ; বিদ্যাসাগর : দ্বিতীয় সংস্করণ, এম সি সরকার, কলকাতা, ১৯১৭
অসিতকুমার বন্দ্যোপাধ্যায় ; বাংলা সাহিত্যে বিদ্যাসাগর : মণ্ডল বুক হাউস, কলকাতা, ১৯৭০
ইন্দ্রমিত্র ; করুণাসাগর বিদ্যাসাগর : আনন্দ পাবলিশার্স, কলকাতা, ১৯৬৬
গোপাল হালদার (সম্পাদিত) ; বিদ্যাসাগর রচনা সম্ভার (তিন খণ্ডে) : পশ্চিমবঙ্গ নিরুক্ষরতা দূরীকরণ সমিতি, কলকাতা, ১৯৭৪-৭৬
বদরুদ্দীন উমর ; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালি সমাজ : দ্বিতীয় সংস্করণ, চিরায়ত, কলকাতা, ১৯৮২
বিনয় ঘোষ ; বিদ্যাসাগর ও বাঙালি সমাজ : বেঙ্গল পাবলিশার্স, কলকাতা, ১৩৫৪ বঙ্গাব্দ
বিনয় ঘোষ ; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : অনুবাদক অনিতা বসু, তথ্য ও বেতার মন্ত্রক, নয়াদিল্লি, ১৯৭৫
ব্রজেন্দ্রকুমার দে ; করুণাসিন্ধু বিদ্যাসাগর : মণ্ডল অ্যান্ড সন্স, কলকাতা, ১৯৭০
মহম্মদ আবুল হায় আনিসুজ্জামন ; বিদ্যাসাগর রচনা সংগ্রহ : স্টুডেন্টস ওয়েজ, ঢাকা, ১৯৬৮
যোগেন্দ্রনাথ গুপ্ত ; বিদ্যাসাগর : পঞ্চম সংস্করণ, কলকাতা, ১৯৪১
যোগীন্দ্রনাথ সরকার ; বিদ্যাসাগর : ১৯০৪
রজনীকান্ত গুপ্ত ; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : ১৮৯৩
রমাকান্ত চক্রবর্তী (সম্পাদিত) ; শতবর্ষ স্মরণিকা : বিদ্যাসাগর কলেজ, ১৮৭২-১৯৭২ : বিদ্যাসাগর কলেজ, ১৯৭২
রমেশচন্দ্র মজুমদার ; বিদ্যাসাগর : বাংলা গদ্যের সূচনা ও ভারতের নারী প্রগতি : জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স, কলকাতা, ১৩৭৬ বঙ্গাব্দ
রবীন্দ্রনাথ ঠাকুর ; বিদ্যাসাগর-চরিত : বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা
রাধারমণ মিত্র ; কলিকাতায় বিদ্যাসাগর : জিজ্ঞাসা, কলিকাতা, ১৯৪২
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ; চরিত্র কথা : কলকাতা, ১৯১৩
শঙ্করীপ্রসাদ বসু ; রসসাগর বিদ্যাসাগর : দ্বিতীয় সংস্করণ, দে’জ পাবলিশিং, কলকাতা, ১৯৯২
শঙ্খ ঘোষ ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (সম্পাদিত) ; বিদ্যাসাগর : ওরিয়েন্ট, কলকাতা
শম্ভুচন্দ্র বিদ্যারত্ন ; বিদ্যাসাগর চরিত : কলকাতা, ১২৯৪ বঙ্গাব্দ
শম্ভুচন্দ্র বিদ্যারত্ন ; বিদ্যাসাগর জীবনচরিত : কলকাতা
শম্ভুচন্দ্র বিদ্যারত্ন ; বিদ্যাসাগর চরিত ও ভ্রমনিরাস : চিরায়ত, কলকাতা, ১৯৯২
শশিভূষণ বিদ্যালঙ্কার ; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : জীবনীকোষ, ভারতীয় ঐতিহাসিক, কলকাতা, ১৯৩৬
শামসুজ্জামান মান ও সেলিম হোসেন ; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : চরিতাভিধান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮৫
সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস (সম্পাদিত) ; বিদ্যাসাগর গ্রন্থাবলী (তিন খণ্ডে) : বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতি, কলকাতা, ১৩৪৪-৪৬ বঙ্গাব্দ
সন্তোষকুমার অধিকারী ; বিদ্যাসাগর জীবনপঞ্জি : সাহিত্যিকা, কলকাতা, ১৯৯২
সন্তোষকুমার অধিকারী ; আধুনিক মানসিকতা ও বিদ্যাসাগর : বিদ্যাসাগর রিসার্চ সেন্টার, কলকাতা, ১৯৮৪
হরিসাধন গোস্বামী ; মার্কসীয় দৃষ্টিতে বিদ্যাসাগর : ভারতী বুক স্টল, কলকাতা, ১৯৮৮

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে প্রশ্ন গুলো বিভিন্ন পরীক্ষাতে বেশি এসে থাকেঃ

প্রশ্নঃ ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়- উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
প্রশ্নঃ বাংলা ভাষায় বাক্যের অর্থ উদ্ধারের সুবিধার্থে কে প্রথমে দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদির প্রবর্তন করেন?উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্নঃ নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ
প্রশ্নঃ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি                                                                            প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি? উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
প্রশ্নঃ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? উত্তরঃ আত্মচরিত
প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? উত্তরঃ বিদ্যাসাগরচরিত                                                                  প্রশ্নঃ বিধবাবিবাহ রহিতকরণে কে কলম যুদ্ধ করেন- উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্নঃ বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি? উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ
প্রশ্নঃ ‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর                                                                                            প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? উত্তরঃ বর্ণপরিচয়                                           প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের ‘অযোদ্ধা কাণ্ড’ -এর বঙ্গানুবাদ কোনটি?উত্তরঃ ঋজুপাঠ(দ্বিতীয় ভাগ)
প্রশ্নঃ কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
প্রশ্নঃ কারা ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেন? উত্তরঃ সংস্কৃত কলেজ                                                                               প্রশ্নঃ ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্নঃ আধুনিক বাংলা উপন্যাসের জনক কে? উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন ধরনের রচনা? উত্তরঃ অনুবাদগ্রন্থ
প্রশ্নঃ বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? উত্তরঃ রাজা রামমোহন রায়
প্রশ্নঃ শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন- উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্নঃ কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
প্রশ্নঃ বাংলা গদ্য প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?উত্তরঃ বিদ্যাসাগরের
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি? উত্তরঃ বন্দ্যোপাধ্যায়                                                                প্রশ্নঃ বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সালে থেকে শুরু হয়? উত্তরঃ ১৮৪৭
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন? উত্তরঃ ভ্রান্তিবলাস
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসারের পারিবারিক নাম- উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ নিচের কোন গ্রন্থে যতি চিহ্নের সার্থক প্রয়োগ করা হয়? উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন- উত্তরঃ ১৮২০ সালে
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে? উত্তরঃ সংস্কৃত কলেজ
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তবিলাস’ কোন নাটকের গন্য অনুবাদ?উত্তরঃ কমেডি অব এররস
প্রশ্নঃ কোনটি বিদ্যাসাগরের রচনা? উত্তরঃ শকুন্তলা                                                                                                              প্রশ্নঃ শকুন্তলা কে অনুবাদ করেন? উত্তরঃ বিদ্যাসাগর
প্রশ্নঃ ‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয়? উত্তরঃ ১৮৫৬ সালে
প্রশ্নঃ হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক-উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্নঃ বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Offline Fahmida Hossain

  • Full Member
  • ***
  • Posts: 122
  • Test
    • View Profile
informative post

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
Informative post..........
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
Important post...
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University