বৈশ্বিক তুলা মজুদের কমতে পারে। চীনে তুলার চাহিদা বাড়ায় এ পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি (আইসিএসি)। খবর এগ্রিমানি।
২০১৬-১৭ মৌসুমে বৈশ্বিক তুলার মজুদ দাঁড়িয়েছে ১ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টনে। আগের মৌসুমের তুলনায় এ পরিমাণ ৮ লাখ ৪০ হাজার টন কম। তুলার মজুদ হ্রাস-বিষয়ক ধারাবাহিক পূর্বাভাসের অংশ হিসেবে এ তথ্য জানা গেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসাবমতে, তুলার মজুদের পরিমাণ ৭ লাখ ৫০ হাজার টন কমে ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টনে দাঁড়িয়েছিল।
২০১৬-১৭ মৌসুমে তুলার উত্পাদন ঘাটতি কিছুটা বাড়বে বলে জানিয়েছে কটলুক।
গত মৌসুমে চীনে তুলার উত্পাদন ২৬ শতাংশ হ্রাস পেয়ে ৪৮ লাখ টনে দাঁড়িয়েছিল। একই সময়ে ভারতে এর আবাদ ১১ শতাংশ কমে ৫৭ লাখ টনে দাঁড়ায়। মজুদের এ তথ্য তুলার চাহিদায়ও প্রভাব ফেলেছে। বর্তমানে তুলার চাহিদা আগের চেয়ে ৮০ হাজার টন বেড়ে ২ কোটি ৩৯ লাখ টনে দাঁড়িয়েছে।
তবে চীনে তুলার চাহিদা শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আইসিএসি
বাংলা আ্যাপারেল ডেস্ক